কলকাতা 

ভাষা ও চেতনা সমিতি পাঠশালার উদ্যোগে সুবিধা-বঞ্চিত শিশুদের নিয়ে মাষ্টারদা ও বিবেকানন্দ স্মরণ

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ভাষা ও চেতনা সমিতি পাঠশালার আয়োজনে মানিকতলা খালপাড়ে সুবিধা বঞ্চিত ১২০ জন শিশু কিশোরদের নিয়ে হল সারাদিন ধরে নানা অনুষ্ঠান। ১২ জানুয়ারি মাস্টারদা সূর্য সেনের মৃত্যুদিবস এবং স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এই সব শিশুদের নিয়ে  বসে আঁকা, কথা, গান, কবিতা, কথা দিয়ে অনুষ্ঠান হয় । দুপুরে ছিল একত্রভোজন ও পুরস্কার বিতরণ।


পুরস্কার বিতরণ করেন বাংলাদেশের সাহিত্যিক তাবারক হোসেন, সাংবাদিক অমল সরকার, অধ্যাপক ড. ইমানুল হক, শ্রীময়ী পুরকায়স্থ, শুভ্রা রায়চৌধুরী, রাখী সরকার, গুরু দত্ত, হরেন দাস প্রমুখ।
অনুষ্ঠানে সবমিলিয়ে ৪০০জন খান খিচুড়ি ফুল কপির তরকারি চাটনি মিষ্টি।
অনুষ্ঠানে সহায়তা করেছেন বিধাননগরের একদল সহৃদয়া মহিলা। তাঁদের সংগঠন ‘সঙ্গীসাথী’।

Advertisement

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen + one =