জেলা 

অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিঙ্গুরে শীতবস্ত্র ও শিক্ষা-সামগ্রী বিতরন অনুষ্ঠান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : হুগলি জেলার সিঙ্গুরের মুস্তাফাপুর গ্রামে ১৩ জানুয়ারি রবিবার শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরন অনুষ্ঠান আয়োজন করল অল বেঙ্গল মাইনোরিটি আ্যাসোসিয়েশন। এ প্রসঙ্গে অলবেঙ্গল মাইনোরিটি আ্যাসোসিয়েশনের সিঙ্গুর ব্লক শাখার আহ্বায়ক হাফেজ মফিজুল ইসলাম জানান, এ অভিনব উৎসাহদানের কারন হিসাবে বলেন, যেসমস্ত ছাত্র -ছাত্রী স্কুলে পড়াশোনা করে পাশাপাশি মহানগ্রন্থ কোরআন শরিফ, আম্মাপারা ইত্যাদি পড়ে। তাদের মধ্যে আগ্রহ তৈরি করার লক্ষ্যে এই পদক্ষেপ। কারন কোরআনের শিক্ষায় পারে মানুষের মধ্যে শান্তির বার্তা দিতে। সুশৃঙ্খলা সমাজ গড়তে।

অল বেঙ্গল মাইনোরিটি আ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্নাহ বক্তব্যে বলেন, এক শ্রেণীর মানুষ রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে আমরা সেগুলি কোনরকম বরদাস্ত করব না। দেশবাসির জন্য দোয়া করে অনুষ্ঠান শেষ করা হয়। এই মহতী সভায় জনাসমাবেশ  হয়েছিল চোখে পড়ার মত। উপস্থিত হন আরও অনেক সমাজকর্মী, শিক্ষাবিদ প্রমূখ।্এছাড়া এই অনুষ্টানে উৎসাহ প্রদানের জন্য উপস্থিত হয়েছিলেন কামারকুন্ডু কিডসজন ইস্কুলের শিক্ষিকাদ্বয় অর্পিতা মিত্র ও পলি বিশ্বাস, আহনাফ ফাউন্ডেশনের সভাপতি তালহা আব্বাসী, কাজি হাবিবুল হক,সহএলাকার বিশিষ্ট সমাজকর্মীরা  ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven − ten =