জেলা 

কয়েক হাজার তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দিলেন , অধীর ম্যাজিক শুরু হল মুর্শিদাবাদে !

শেয়ার করুন
  • 1.1K
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : সংখ্যালঘু সমাজে কংগ্রেস তার পুরোনো ভাবমূর্তি ফিরিয়ে আনতে চলেছে এখবর আমরা বহুবার করেছি । সোমেন মিত্র প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর রাজ্যের মুসলিম সমাজে কংগ্রেসের গ্রহণযোগ্যতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে । একদিন যে মুর্শিদাবাদ কংগ্রেসের গড় ছিল । আবদুস সাত্তারের জন্মভিটা সেই মুর্শিদাবাদে গত কয়েক বছরে তৃণমূল কংগ্রেসের আধিপত্য বাড়ছে । গত পঞ্চায়েত নির্বাচনে জেলা থেকে কার্যত মুছে গেছে কংগ্রেস । সেই অবস্থা থেকেই এখন ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস রবিন হুডের হাত ধরে । সোমেন সভাপতি হওয়ার পর স্বাভাবিকভাবে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি তাঁর জেলার দিকে নজর দিতে শুরু করেছেন ।

 

ফলে সাংগঠনিক দক্ষতায় আবার মুর্শিদাবাদে হারিয়ে যাওয়া কংগ্রেসের মাটি অনেকটাই ফিরিয়ে আনতে পেরেছেন তিনি । কয়েক মাস আগে পর্যন্ত যে জেলায় কংগ্রেসের অস্বস্তি সাইনবোর্ডে পরিণত হয়েছিল সেই জেলায় এখন প্রতিদিন কোনো না, কোনো ব্লক থেকে তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসার প্রক্রিয়া জারি রয়েছে । রবিবার ১৩ জানুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘিতে আমিনুল ইসলামের নেতৃত্বে ৪২০০ জন তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দিলেন । তাঁরা বহরমপুরের জেলা কংগ্রেসের পার্টি অফিসে এসে সাংসদ অধীর চৌধুরির হাত থেকে কংগ্রেসের পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন ।

Advertisement

কে আমিনুল ইসলাম ? ২০১৬ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হয়ে সুব্রত সাহার কাছে কয়েকশো ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন । পরে এই আমিনুল ইসলাম শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃনমূল কংগ্রেসে যোগ দেন । আমিনুল ইসলাম প্রাক্তন কৃষিমন্ত্রী আবদুস সাত্তারের আত্মীয় । তাঁর কংগ্রেসে ফিরে আসাটা জেলার রাজনীতিতে যথেষ্ট তাৎপর্য বহন করছে ।

মুর্শিদাবাদ জেলা জুড়ে প্রাক্তন কৃষিমন্ত্রী মরহুম আবদুস সাত্তার এবং তাঁর পরিবারের  নিজস্ব পরিচিতি এবং জনপ্রিয়তা এখনও আছে । মালদহে যেমন গণি খানের পরিবারের প্রতি দূর্বলতা রয়েছে সাধারণ মানুষের একইভাবে দূর্বলতা রয়েছে মরহুম আবদুস সাত্তারের প্রতি মুর্শিদাবাদের মানুষের । সেই পরিবারের একজন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ায় অবশ্যই জেলাতে কংগ্রেসের শক্তি বাড়বে বলে রাজনৈতিক মহল মনে করছেন ।

লোকসভা নির্বাচনের আগে অধীর চৌধুরির গড় বলে পরিচিত মুর্শিদাবাদে কংগ্রেস যেভাবে শক্তিশালী হচ্ছে তাতে আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস হয়তো তার হারানো গৌরব ফিরে পাবে ।


শেয়ার করুন
  • 1.1K
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × two =