দেশ 

মায়াবতী-অখিলেশের জোট ঘোষণায় , সিদুঁরে মেঘ দেখছেন মোদী-অমিত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আসন্ন লোকসভা নির্বাচনে মোদী ও অমিত শাহের কপালের ভাঁজ আরও চওড়া হল । উত্তরপ্রদেশে যুযুধান দুই রাজনৈতিক দল জোট করে আগামী লোকসভা নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে । এক কথায় উত্তরপ্রদেশে জোট বেঁধে ফেলল সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি। রাজ্যে একসময়ে দুটি দলই ক্ষমতায় থেকেছে। অভিজ্ঞতাও প্রচুর। সেটাকেই কাজে লাগিয়ে লোকসভা ভোটে ফায়দা তুলতে চাইছেন অখিলেশ সিং যাদব ও মায়াবতী।

শনিবার বেলা ১২ টা নাগাদ সাংবাদিক সম্মেলন করে জোটের কথা ঘোষণা করে দিলেন মায়াবতী ও অখিলেশ যাদব। এই জোটে অন্য ছোট দলকে নিলেও ব্রাত্য রাখা হয়েছে কংগ্রেসকে। মাত্র দুটি আসন কংগ্রেসের জন্য ছেড়ে রাখা হয়েছে।

Advertisement

এদিন সাংবাদিক সম্মেলনে দুই দলের অধিনায়ক বলেন ,শুধু বিজেপি নয়,  সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁরা জোটবদ্ধ হয়েছেন বলেন লড়তে বুয়া-ভাজিতা স্পষ্ট করে দিয়েছেন। উত্তরপ্রদেশে ৮০টি আসনের ৩৮টি করে আসনে সপা ও বসপা লড়বে বলে সম্মত হয়েছে।  বাকী ৪টি আসনের মধ্যে ২টিতে রাষ্ট্রীয় লোকদল ছাড়া হবে। আমেঠী ও রায়বরেলি আসনে যেখানে কংগ্রেস বরাবর জিতে আসছে, এই দুটি আসন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর জন্য ছেড়ে রেখে জোটের ঘোষণা করেছে সপা-বসপা।

উল্লেখ্য , এই জোট যদি লোকসভা নির্বাচন পর্যন্ত অটুট থাকে তাহলে উত্তরপ্রদেশে এবার বিজেপি প্রবলভাবে ধাক্কা খাবে । সাম্প্রতিককালের নির্বাচনগুলিতে সপা-বসপা জোট করে লড়াই করেছিল ফলে বিজেপির শক্তঘাঁটি গুলিতেও সাফল্য পেয়েছে বিরোধীরা ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × 1 =