কলকাতা 

দক্ষিণবঙ্গের ৫০ টি পুরসভার জন্য ৬৪ কোটি বরাদ্দ করল রাজ্য অর্থ কমিশন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিভিন্ন পুর এলাকার উন্নয়নে রাজ্য সরকার চতুর্থ রাজ্য অর্থ কমিশনের বকেয়া টাকার অংশ হিসাবে চলতি অর্থ বছরে ৬১ টি পুরসভার জন্যে প্রায় ৬৪ কোটি টাকা বরাদ্দ করেছে। সংশ্লিষ্ট পুরসভাগুলি যে সব জেলায় অবস্থিত পুর ও নগরউন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সেই সব জেলার জেলাশাসক ও ট্রেজারি অফিসগুলিকে এই বিষয়ে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

এই দফায় মোট যে ৬৩ কোটি ৯৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে তার মধ্যে দক্ষিনবঙ্গের ৫০টি পুরসভা রয়েছে। এই টাকায় পুরসভাগুলি তাদের নিজস্ব পরিকাঠামোগত উন্নয়ন ছাড়াও আপতকালীন ভিত্তিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ করতে পারবে বলে দপ্তরের তরফে জানান হয়েছে।

Advertisement

আগামী ৩১ মার্চের মধ্যে পুরসভাগুলিকে তাদের বরাদ্দকৃত অর্থ খরচ করে সংশ্লিষ্ট দপ্তরে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়ার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য রাজ্য সরকার গত ২০১৫-১৬ সাল থেকে দফায় দফায় এই অর্থ কমিশনের টাকা দেওয়ার কাজ শুরু করেছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nine + 1 =