নজরুল-স্মৃতিধন্য গ্রেস কটেজে পরিবেশ মেলা
দীপাঞ্জন দে: কৃষ্ণনগরের হেরিটেজ ভবন গ্রেস কটেজে ২৭ এপ্রিল, ২০২৫ (রবিবার) অনুষ্ঠিত হলো ‘পরিবেশ মেলা ২০২৫’। কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য গ্রেস কটেজ হলো কৃষ্ণনগরের একটি ঐতিহ্যশালী ভবন। এই বাড়িতে ১৯২৬ থেকে ১৯২৮ সাল প্রায় আড়াই বছর নজরুল সপরিবার বসবাস করেছিলেন। চতুর্থ বর্ষের পরিবেশ মেলার আয়োজন করা হয়েছিল সেখানেই। ‘পরিবেশ মেলা ২০২৫’-এর আয়োজন করেছিল গোবরডাঙা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতি, নদিয়া পরিবেশ মঞ্চ ও সুজন-বাসর। আর সহযোগিতায় ছিল বিজ্ঞান অন্বেষক পত্রিকা (কাঁচরাপাড়া), রাখী পত্রিকা (বাদকুল্লা) ও কৃষ্ণনগর গবেষণা পরিষৎ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরিবেশ ও বিজ্ঞানকর্মীরা এদিন গ্রেস কটেজে এসেছিলেন পরিবেশ মেলায় অংশগ্রহণ করতে।
গ্রেস কটেজ ভবনের সভাকক্ষে স্থাপিত কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে পরিবেশ মেলার সূচনা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিজ্ঞানী সৈকতকুমার বসু ও বরিষ্ঠ বিজ্ঞান-প্রচারক দীপককুমার দাঁ। সভার সূচনায় সঞ্চালক দীপাঞ্জন দে নজরুল-স্মৃতিধন্য গ্রেস কটেজের ইতিহাস সম্পর্কে সকলকে অবহিত করেন। এরপর পরিবেশ মেলায় স্বাগতভাষণ রাখেন দীপককুমার দাঁ। তিনি পরিবেশ মেলা আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে সকলকে অবহিত করেন।
গোবরডাঙা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতির মুখপত্র পরিবেশ পত্রিকা ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ (ত্রৈমাসিক)-র নতুন সংখ্যাটি এদিন গ্রেস কটেজে প্রকাশ পায়। পরিবেশ মেলায় আগত বিশেষ অতিথি বিজ্ঞানী সৈকতকুমার বসুর হাত দিয়ে পত্রিকাটির ষষ্ঠ বর্ষ, দ্বিতীয় সংখ্যার (এপ্রিল জুন, ২০২৫) আবরণ উন্মোচিত হয়, সঙ্গে ছিলেন গোবরডাঙা গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা দীপককুমার দাঁ, বরিষ্ঠ বিজ্ঞানকর্মী সৌমেন বিশ্বাস, শান্তিপুর সায়েন্স ক্লাবের সভাপতি সুব্রত বিশ্বাস, ‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকার সম্পাদক প্রবীর বসু, এবং ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ পত্রিকার সম্পাদক দীপাঞ্জন দে। উল্লেখ্য, এদিন পরিবেশ মেলায় ‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকার নতুন সংখ্যাটি (বাইশ বর্ষ ২২, সংখ্যা ৩, মে-জুন, ২০২৫) প্রকাশ পাওয়ার কথা ছিল। কিন্তু মুদ্রণ প্রক্রিয়ায় বিলম্বের কারণে নির্ধারিত সময়ে পত্রিকাটি না আসায় সেটি এদিন প্রকাশ পায়নি। যদিও ‘বিজ্ঞান অন্বেষক’-এর নতুন সংখ্যার চূড়ান্ত প্রুফ-কপিটি সকল বিজ্ঞানকর্মীরা সম্মিলিতভাবে এদিন উন্মোচন করেন। উপস্থিত ছিলেন ‘বিজ্ঞান অন্বেষক’-এর প্রকাশক তথা গণবিজ্ঞান আন্দোলনের অন্যতম সৈনিক জয়দেব দে।
এরপর ‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকার সম্পাদক প্রবীর বসু তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে বহুল প্রচারিত এই বিজ্ঞান পত্রিকার দীর্ঘ পথচলার সংক্ষিপ্ত রূপরেখা এবং তাঁদের গণবিজ্ঞান আন্দোলনের অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নেন। ‘পাখিদের কথা’ (প্রকাশক: গোবরডাঙা গবেষণা পরিষৎ) গ্রন্থের লেখক বিশ্বরঞ্জন গোস্বামী পরিবেশ মেলায় উপস্থিত ছিলেন এবং পাখিদের নিয়ে তাঁর গ্রন্থ রচনার বিরল অভিজ্ঞতার কথা বলেন। এবারের পরিবেশ মেলার অন্যতম আকর্ষণ ছিল ‘রাচেল কারসন স্মারক বক্তৃতা’। বিজ্ঞানকর্মী সুব্রত বিশ্বাস ছিলেন আলোচক।
চতুর্থ বর্ষের পরিবেশ মেলার আরেকটি আকর্ষণ ছিল হাতে-কলমে বিজ্ঞান প্রদর্শন। বরিষ্ঠ বিজ্ঞান-প্রচারক জয়দেব দে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে এদিন হাতে-কলমে বিজ্ঞান কর্মশালাটি পরিচালনা করেন। বিজ্ঞানকর্মী অসীম বসাক এদিন গ্রেস কটেজে উপস্থিত শিক্ষার্থীদের সামনে গানে ছড়ায় ‘ঘরে ঘরে রসায়ন’-এর একক অভিনয় উপস্থাপন করেন। উল্লেখ্য, তিনি এদিন কৃষ্ণনগর গবেষণা পরিষৎ ও নদিয়া পরিবেশ মঞ্চকে একটি করে নিমের চারা তুলে দেন।
পরিবেশ মেলায় শিক্ষার্থীদের জন্য পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কৃষ্ণনগর এ.ভি. হাই স্কুলের দুটি দল, বাদকুল্লা ভুবন মোহিনী গার্লস স্কুলের একটি দল এবং কৃষ্ণনগর হাই স্কুলের একটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কুইজ-মাস্টার সৃঞ্জয় ঘোষের পরিচালনায় সমগ্র প্রক্রিয়াটি সুসম্পন্ন হয়। কুইজ প্রতিযোগিতার বিচারক ছিলেন লেখক রতনকুমার নাথ। নদিয়া সেঁজুতি প্রকৃতি বিদ্যাশ্রম, জলঙ্গি নদী সমাজ, কৃষ্ণনগর পরিবেশ বন্ধু, মুর্শিদাবাদ জেলা বিজ্ঞান পরিষদ, শান্তিপুর সায়েন্স ক্লাব, রানাঘাট নেচার ফার্স্ট, বাদকুল্লা বিজ্ঞান পরিষদ, নাস্তিক মঞ্চ, সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি-র মতো বিজ্ঞান ও পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা সক্রিয়ভাবে পরিবেশ মেলায় অংশগ্রহণ করেন।
কৃষ্ণনগরের গ্রেস কটেজে ‘পরিবেশ মেলা ২০২৫’-এর আহ্বায়ক ছিলেন দীপককুমার দাঁ ও দীপাঞ্জন দে। উল্লেখ্য, গ্রেস কটেজের দরদালানে এদিন পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক পত্র-পত্রিকা, গ্রন্থাদির প্রদর্শনী এবং বিপণনের ব্যবস্থা ছিল। পরিবেশ সংগঠন ‘রানাঘাট নেচার ফার্স্ট’-এর পক্ষ থেকে প্লাস্টিক ক্যারিব্যাগের বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের কাপড়ের ব্যাগ আনা হয়েছিল। বহু দূর-দূরান্ত থেকে আগত পরিবেশ ও বিজ্ঞানকর্মীদের সম্মিলিত সহযোগিতা ও সক্রিয়তায় চতুর্থ বর্ষের পরিবেশ মেলা সুসম্পন্ন হয়।