অ্যক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার আবার কী’! ‘আমি এমন একজনকে জানি , যিনি ডিজাস্টার প্রাইম মিনিস্টার নাম না করে মোদীকে কটাক্ষ মমতার
বিশেষ প্রতিনিধি : দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারাসতের যাত্রা উৎসবের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন , লোকসভা নির্বাচনের আগে প্রচার কুড়োতে এই ছবিটি তৈরি করা হয়েছে। স্বাভাবিকভাবেই ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ‘ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য আগুনে ঘি ফেলল বলেই মনে করা হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোনও পার্টির পক্ষপাতিত্ব করছেন না। কিন্তু ‘অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার’ বলে যে সিনেমাটি তৈরি হয়েছে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। তাঁর মতে ‘অ্যক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার আবার কী’! ‘আমি এমন একজনকে জানি , যিনি ডিজাস্টার প্রাইম মিনিস্টার।’
দেশজুড়ে আজ মুক্তি পাওয়া দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবিটিতে রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধী সম্পর্কে বিরূপ মন্তব্য করে তাদের যে ছোট করা হয়েছে তা অত্যন্ত দূর্ভাগ্যজনক বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আজ বিকালে নবান্ন থেকে বেরোনোর সময় তিনি সাংবাদিকদের বলেন, এটা করার কোন দরকার ছিল না। যখন যে ক্ষমতায় থাকবে না তখন তাকে এভাবে ছোট করাটা রাজনৈতিক অধঃপতনের সামিল বলে তিনি মন্তব্য করেন। ছবিটি রাজ্যে মুক্তি পেলেও তিনি তা জানতেন না বলে জানিয়েছেন।