দেশ 

নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে দেশ ; কংগ্রেস বারবার সেই লক্ষ্যে বাধা দিচ্ছে : অমিত শাহ

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিজেপির জাতীয় কার্যকরী বৈঠক থেকেই আক্ষরিক অর্থেই লোকসভা ভোটের প্রচার কৌশল নির্ধারন করে দিলেন জাতীয় সভাপতি অমিত শাহ।  তিনি আক্রমণ শানাতে ভুললেন না বিরোধীদের। বলা যায় রামলীলা ময়দানের সভা থেকেই বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিলেন বিজেপি সভাপতি।

এই কটাক্ষের লক্ষ্য যে মূলত কংগ্রেস ছিল তা বললে অত্যুক্তি হবে না। বিজয় মালিয়া, নীরব মোদী সহ সহ একাধিক ইস্যুতে বিজেপি তথা নরেন্দ্র মোদীকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। প্রধানমন্ত্রীকে চোর অপবাদও দিয়েছে। সেই প্রসঙ্গ তুলেই এদিন রাহুল গান্ধী সহ কংগ্রেসকে নিশানা করেন শাহ। নরেন্দ্র মোদী নেতৃত্বে নতুন লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে দেশ। বিরোধীরা বারবার সেই পথে বাধা দিচ্ছেন। এমন অভিযোগ করে শাহ বলেন, নীরব মোদী, বিজয় মালিয়া, ললিত মোদীরা বিজেপি আমলে দেশ ছেড়ে পালিয়েছে। কংগ্রেস বলছে, মোদী সরকার পালাতে দিয়েছে। অথচ এই ঘটনাগুলি ঘটেছে কংগ্রেস আমলে। কংগ্রেস আমলে এই অভিযুক্তরা বহাল তবিয়তে দেশে ছিল।

তাহলে এমন কী হল যে মোদীর আমলে দেশ ছাড়তে বাধ্য হল? শাহের মতে, চৌকিদার মোদীর ত্রাসেই একে একে পালিয়ে দেশ ছেড়েছে অর্থনৈতিক অপরাধে দুষ্ট অভিযুক্তরা। এই চৌকিদার কোনও চোরকে ছাড়বে না বলেও এদিন আশ্বস্ত করেন অমিত শাহ। এমন আইন বানানো হয়েছে যে অপরাধীরা শাস্তি পাবেই।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen + 15 =