চাকরিহারা শিক্ষকদের মেয়াদ ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাড়ালো সুপ্রিম কোর্ট
বিশেষ প্রতিনিধি : চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের মেয়াদ বৃদ্ধি করল ৩১ শে ডিসেম্বর পর্যন্ত। মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে এই বৃদ্ধি করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ এর রিভিউ আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এর মধ্যে ফ্রেস পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে বলেছে শীর্ষ আদালত।
গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট এক রায়ে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছিল। এর ফলে ২৫৭৫২ জন শিক্ষক শিক্ষা কর্মী চাকরি হারা হন। এই রায়ে উপর রিভিউ পিটিশন করেছিল। সেই রিভিউ পিটিশনের শুনানি ছিল আজ বৃহস্পতিবার। এদিন সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে পরীক্ষা হবে পরীক্ষা দিয়ে সম্পূর্ণভাবে ফ্রেশ নিয়োগ করতে হবে। তবে স্কুল শিক্ষার পরিবেশ এবং পরিকাঠামোর দিকে লক্ষ্য রেখে আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার সম্পূর্ণ করে নতুন নিয়োগ ে পর্যন্ত এই শিক্ষক শিক্ষিকারা চাকরি করতে পারবেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশের প্রেক্ষিতে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা সাময়িক স্বস্তি পেল বলে মনে করা হচ্ছে। তবে গ্রুপ সি ও গ্রুপ ডির জন্য নতুন কোন নির্দেশ পিন কোড জারি করেনি ফলে গ্রুপ সি ও গ্রুপ ডি কেউ কাজ করতে পারবে না
