কলকাতা 

রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবার হাইকোর্টে যাচ্ছে বিজেপি

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি: মামলা থেকে রেহাই পাচ্ছে না রাজ্য নির্বাচন কমিশন। আজ কমিশন আদালতের নির্দেশ মত রাজ্যের সবকটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে বৈঠকে ডেকেছিল। নির্বাচন কমিশনের ডাকা এই বৈঠকে তৃণমূল কংগ্রেস,ফরওর্য়াড ব্লক,জাতীয় কংগ্রেস,সিপিএম,বিজেপিসহ সব আমন্ত্রিত রাজনৈতিক দল যোগ দেয়। বিরোধীরা নির্বাচন কমিশনের বক্তব্যে সন্তুষ্ট নয় বলে সাংবাদিকদের জানিয়েছেন। আসলে প্রায় প্রতিটি বিরোধী দলের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিলেন কেন নির্বাচন কমিশন প্রথমে তিন দফায় নির্বাচন নিঘর্ন্ট প্রকাশ করেছিল?এখন আবার কেন একদিনে ভোট করার নিঘর্ন্ট জারি করল? বিরোধীদের এই প্রশ্নের কোন সদুত্তর কমিশন দিতে পারেনি বলে বিশেষ সূত্রে জানা গেছে।

বিজেপির প্রতিনিধি জয়প্রকাশ মজুমদার নির্বাচন কমিশনের কাছে সরাসরি জানতে চান ব্যালট পেপার ছাপাকে কেন্দ্র করে নাকি দূনীর্তি হয়েছে। তিনি অভিযোগ করেন আগে ব্যালট পেপার সরকারি প্রেসে ছাপা হত,এবার নাকি তৃণমূলের কোনো এক নেতার প্রেসে ছাপা হচ্ছে।বিশেষ সূত্রে জানা গেছে,জয়প্রকাশ মজুমদারের এই প্রশ্নেরও কোনো উত্তর দেয়নি কমিশন।পরে সাংবাদিকদের কাছে বিজেপি-র প্রতিনিধিরা বলেন,সোমবার আমরা ফের হাইকোর্টে যাচ্ছি। নির্বাচন কমিশন আমাদের কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেনি। মহামান্য আদালতে গিয়ে আমরা জানতে চাইব প্রথমে নির্বাচন কমিশন তিন দফায় পঞ্চায়েত নির্বাচনের নিঘর্ন্ট ঘোষনা করার পর কেন এখন এক দফায় নির্বাচন করতে চাইছে কমিশন?

Advertisement

সোমবারই কলকাতা হাইকোর্টে সিপিএম দলের,সরকারি কর্মচারি সংগঠন এবং কংগ্রেস দলের করা মামলার শুনানি হবে। এদিন পঞ্চায়েত ভোটে নিরাপত্তা সংক্রান্ত নির্দিষ্ট রিপোর্ট রাজ্য সরকারকে আদালতে জমা দিতে হবে। আর ওই দিন আবার নির্বাচনের দিন ঘোষনার যৌক্তিকতা নিয়ে মামলা হলে পঞ্চায়েত নির্বাচনের ভবিষ্যৎ যে অনিশ্চিত হয়ে যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × 2 =