দেশ 

সমকামী নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে নারাজ সেনা প্রধান

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সেনাবাহিনীতে সমকামী সম্পর্ককে অনুমোদন দেওয়া হবে না। আজ বার্ষিক সাংবাদিক বৈঠকে একথা বলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। তিনি বলেন, “সমকামিতা নিয়ে বাহিনীর নিজস্ব আইন রয়েছে।” জেনেরাল রাওয়াত আরও বলেন, “আমরা দেশের আইনের ঊর্ধ্বে নয়। কিন্তু, কেউ যদি সেনাবাহিনীতে যোগ দেয় তখন তাকে কিছু অধিকার এবং সুবিধা ত্যাগ করতে হয়। কিছু জিনিস আছে যা আমাদের জন্য ভিন্ন।”

গত বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রায়ে বলে, সাধারণ মানুষের মতোই সমান অধিকার রয়েছে সমকামীদের। মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার সবার। তাই সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করা অযৌক্তিক। সেপ্টেম্বরেই দেড়শো বছরের পুরানো ৪৯৭ ধারাকে অসাংবিধানিক বলে পরকীয়া অপরাধ নয় বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ রায় দিতে গিয়ে বলে, “এবিষয়ে কোনও সন্দেহ নেই যে পরকীয়া সম্পর্ক বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে। কিন্তু, এটা অপরাধ নয়।”

Advertisement

সাংবাদিক বৈঠকে এই বিষয়েও বিপিন রাওয়াতের কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, “সেনাবাহিনী খুবই রক্ষণশীল। সেনাবাহিনীতে এই ধরনের কাজের অনুমোদন আমরা দিই না।”

 


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen − 1 =