কলকাতা 

সৌমিত্রের দলত্যাগ গুরুত্বহীন , তবে দল ভাঙানোর যে খেলা শুরু করেছিল তৃণমূল তা বুমেরাং হতে চলেছে দাবি সোমেনের

শেয়ার করুন
  • 277
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল সাংসদ সৌমিত্র খানের গেরুয়া শিবিরে যোগ দেওয়াকে কোনো গুরুত্ব দিচ্ছেন না প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । তিনি বাংলার জনরবকে বলেন, সৌমিত্রের রাজনীতিটা হল সুবিধাবাদী রাজনীতি । দল বদলের রাজনীতি । সৌমিত্র ছিলেন কংগ্রেসের বিধায়ক । হঠাৎ একদিন চলে গেলেন তৃণমূল কংগ্রেসে । আবার আজ তিনি গেরুয়া শিবিরে । এদেরকে মানুষ খুব বেশি বিশ্বাস করবে বলে মনে করেন না সোমেন মিত্র ।

দল ভাঙানোর যে খেলা তৃণমূল শুরু করেছিল তা কী বুমেরাং হতে চলেছে ? এই প্রশ্নের উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন , অবশ্যই । তৃণমূল যে রাজনৈতিক সংস্কৃতির আমদানি এই বাংলায় করেছে তার মাসুল তাদেরকে দিতে হবে ।

Advertisement

শেয়ার করুন
  • 277
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven + twelve =