কলকাতা 

দলের সাংসদ বিজেপিতে যোগ দেওয়ায় অস্বস্তিতে তৃণমূল ; এবার কী তৃণমূল ভাঙার পালা শুরু হল ?

শেয়ার করুন
  • 37
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : রাতের অন্ধকারে শাসক দলের সাংসদ সৌমিত্র খানের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে তৃণমূল বেশ অস্বস্তিতে । তৃণমূল ক্ষমতায় আসার পর সম্ভবত আগাম কোনো বার্তা না দিয়ে গোপনে চুপিসারে এই প্রথম একজন দলের সাংসদ অন্য দলে যোগ দিলেন । যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সৌমিত্র খান যা বললেন তা শাসক দলের অনেক কর্মীরই কথা ।

সবচেয়ে অবাক করেছে নিঃশব্দে বিদ্রোহকে । আজ সকাল পর্যন্ত রাজ্যের অনেক প্রভাবশালী সাংবাদিকও বুঝতে পারেননি যে তৃণমূল সাংসদ সৌমিত্র খান বিজেপিতে সত্যিই যোগ দিচ্ছেন । শুধু তাই নয় , রাজ্য সরকারের গোয়েন্দা দফতর এ বিষয়ে অবহিত ছিল না বলেই আমাদের মনে হয় । কারণ তৃণমূল নেতৃত্ব যদি আগে থেকে বিষয়টি জানতে পারতেন তাহলে হয়তো সৌমিত্র খানকে আগেই দল বহিস্কার করত । সেই সময় এবং সুযোগ তিনি দেননি । দিল্লিতে সংসদ চলছে ; এই সময় সব সাংসদই দিল্লিতে আছেন তাই স্বাভাবিকভাবেই বিষয়টিকে হাল্কাভাবে নিয়েছিল তৃণমূল নেতৃত্ব ।

Advertisement

আসল ঘটনা হল , দল ভাঙানোর যে খেলা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর শুরু করেছিল তা এখন বুমেরাং হচ্ছে । এই সৌমিত্র খান কংগ্রেস দলের বিধায়ক ছিলেন । তাঁকে মুকুল রায় তৃণমূলে থাকাকালীন সময়ে দলে এনেছিলেন । আজ সেই সৌমিত্র খান আবার মুকুল রায়ের হাত ধরেই বিজেপিতে যোগ দিলেন । তৃণমূল নেত্রীর ভাবা উচিত যে নেতা-নেত্রী অন্য দল থেকে বিধায়ক-সাংসদ হওয়ার পর শাসক দল যোগ দিচ্ছেন সেই নেতা বা নেত্রী কোনদিনই বিশ্বাসযোগ্য হতে পারেন না । সৌমিত্র খানের ক্ষেত্রেও সেটাই ঘটেছে ।

রাজনৈতিক মহল আশংকা করছেন আগামী দিনে তৃণমূল কংগ্রেস আরও ভাঙতে পারে । বোলপুরের সাংসদ অনুপম হাজরা সম্ভবত বিজেপি যোগ দিতে চলেছেন । অন্যদিকে যে মুসলিম ভোটকে সঙ্গী করে তৃণমূল একচ্ছত্র আধিপত্য কায়েম করেছে তা ভাঙতে চলেছে । তৃণমূল কংগ্রেসের নিচু তলার মুসলিম কর্মীদের একটা বিরাট অংশ তৃণমূল দলের প্রতি বিক্ষুদ্ধ হয়ে উঠছে । আর এদের বেশিরভাগটাই সোমেন মিত্রের কংগ্রেসে যোগ দিতে পারে । তাই আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল থেকে আরও অনেক হেভিওয়েট নেতা অন্য দলে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে । রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ,তৃণমূল এই রাজ্যে দল ভাঙানোর যে খেলা শুরু করেছিল তা এখন বুমেরাং হয়ে তৃণমূলকেই গ্রাস করতে চলেছে ।

 

 

 


শেয়ার করুন
  • 37
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × two =