দেশ 

অলোক ভার্মার ভবিষ্যৎ নিয়ে নিয়োগ কমিটির বৈঠকে থাকবেন না প্রধান বিচারপতি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সিবিআই ডিরেক্টর পদে অলোক ভার্মাকে রাখা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে নিয়োগ কমিটি আছে তা থেকে সরে দাঁড়ালের দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগই ।তাঁর বদলে থাকবেন বিচারপতি একে সিক্রি।  অলোক ভার্মাকে তাঁর পদে ফেরানোর পর এক সপ্তাহের মধ্যে নিয়োগ কমিটির বৈঠকের নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত।

সিবিআই ডিরেক্টর অলোক ভার্মার ভবিষ্যত নিয়ে নিয়োগ কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও এই কমিটিতে রয়েছেন বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খার্গে। এছাড়াও বৈঠকে থাকেন প্রধান বিচারপতি কিংবা তাঁর মনোনীত কোনও ব্যক্তি।

Advertisement

বিশেষ সূত্রে জানা গেছে , প্রধানমন্ত্রী মোদী, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে এবং বিচারপতি সিক্রি কয়েকদিনের মধ্যেই অলোক ভার্মার উত্তরসূরি বাছতে বৈঠকে বসবেন। কেননা ৩১ জানুয়ারি অবসর নিচ্ছেন  অলোক বর্মা। জানা গিয়েছে, প্রধান বিচারপতিই অলোক ভার্মাকে স্বপদে ফেরাতে নির্দেশ দিয়েছিলেন। নিরপেক্ষতার স্বার্থে তাঁর  ভবিষ্যত নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শরিক হতে চিনি চান না। তাই  কমিটি থেকে সরে গিয়ে নিজের জায়গায় বিচারপতি সিক্রিকে নির্বাচিত করেছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 1 =