সিবিআই ডিরেক্টর পদে যোগ দিলেন অলোক ভার্মা
বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্টের রায় বের হওয়ার পরের দিন বুধবার সিবিআই ডিরেক্টর পদে যোগ দিলেন অলোক ভার্মা । এদিন তিনি সকালেই দিল্লিতে নিজের অফিসে যান । ২০১৮-র ২৩ অক্টোবর তৎকালীন সিবিআই ডিরেক্টর অলোক ভার্মার সব ক্ষমতা কেড়ে নিয়ে তাঁকে ছুটিতে পাঠিয়ে দিয়েছিল কেন্দ্র। সিল করে দেওয়া হয়েছিল তাঁর অফিস। অ্যাডিশনাল এম নাগেশ্বর রাওকে সিবিআই-এর অন্তর্বর্তী প্রধান করে বসানো হয়েছিল।
মঙ্গলবার সিবিআই ডিরেক্টর অলোক ভার্মাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তবে অলোক ভার্মাকে পদে ফেরানো হলেও, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না তিনি। ৩ সদস্যের নিয়োগ কমিটিকেও দ্রুত বৈঠকে বসতে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত।