দেশ 

মোদী সরকারের আবার টার্গেট সোনিয়া-রাহুল ; নোটিশ পাঠাল আয়কর দফতর ; নেটিশের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন পি. চিদাম্বরম

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বোর্ফস,অগুস্তা ওয়েটল্যান্ড ও ন্যাশনাল হেরাল্ডের পর এবার আয়কর দফতর দিয়ে রাহুল-সোনিয়াকে হেনস্তা করার চেষ্টা মোদী সরকারের । আচ্ছে দিনের স্বপ্ন পূরণ করতে ব্যর্থ মোদীজি এখন বিরোধী দলের নেতাদেরকে সিবিআই ইডি আয়কর দফতর দেখিয়ে ভয় দেখানো হচ্ছে । বিশেষ করে রাহুল- সোনিয়ার ভাবমূর্তি খারাপ লক্ষ্যে মোদী সরকার এসব করছে অভিযোগ উঠেছে । সেই অভিযোগ আরও বেশি দৃঢ় হচ্ছে সম্প্রতি আয়কর দফতরের এক নোটিশকে ঘিরে ।

জানা গেছে ,অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড এর আয় সংক্রান্ত মামলায় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী ও ইউপিএ সভানেত্রী  সোনিয়া গান্ধীর কাছে ১০০ কোটি টাকার আয়কর নোটিস পাঠিয়েছে আয়কর বিভাগ।
আয় সংক্রান্ত কারচুপির অভিযোগেই এই নোটিস পাঠানো হয়েছে। ২০১১-২০১২ সালে সোনিয়া ও রাহুল যথাক্রমে ১৫৫.৪১ কোটি ও ১৫৪.৯৬ কোটি টাকার আয়ের সংশ্লিষ্ট কর ফাঁকি দিয়েছেন বলে খবর। জানা গিয়েছে, সেই বছরে রাহুল গান্ধীর আয়কর রিটার্নে ৬৮.১২ লাখ টাকার আয় দেখিয়েছেন। আর তা নিয়েই এবার কংগ্রেসের দুই নেতা নেত্রীকে আয়কর নোটিস পাঠানো হয়েছে। ফলে ন্যাশনাল হেরল্ড সম্পর্কিত অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড মামলায় ফের একবার বড়সড় ধাক্কা কংগ্রেস শিবিরে।

Advertisement

এদিকে, সুপ্রিমকোর্টে  আয়কর সম্পর্কিত মামলা এখনও চলছে। সেখানে সোনিয়া গান্ধীর হয়ে মামলা লড়ছেন বিশিষ্ট আইনজীবী তথা প্রাক্তন কংগ্রেস মন্ত্রী পি চিদাম্বরম। মামলা চলাকালীন সময়ে কীভাবে আয়কর দফতর নোটিশ পাঠাল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট আইনজীবী কংগ্রেস নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী পি. চিদাম্বরম ।

 


শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen − 5 =