কলকাতা 

মহানগরকে জলাতঙ্ক মুক্ত শহর করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শহরে পথকুকুরদের জন্ম নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত কলকাতা পুরসভার উদ্যেগে ৬ হাজার ৭৩১ টি কুকুরের নির্বিজকরন করা হয়েছে। এর পাশাপাশি মহানগরকে জলাতঙ্ক মুক্ত শহর হিসেবে গড়ে তুলতে  ২০ হাজারেরও বেশি কুকুরের এন্টি – রেবিস টিকা দেওয়া হয়েছে। পুরসভার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্যবিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ সাংবাদিকদের আজ জানান, কুকুরের নির্বিজকরণের জন্য শহরে প্রতিটি ওয়ার্ডে দুটি করে মোট ২৮৮ টি শিবির করার উদ্যোগ এক বছর আগে নেওয়া হয়েছিল। এরমধ্যে এখনো পর্যন্ত ২৭৯টি শিবির করা হয়েছে।

নির্বিজকরণের ফলে শহরে কুকুরদের অনেকটাই জন্ম নিয়ন্ত্রণ করা গেছে বলে অতীনবাবু জানান। অন্যদিকে শহরকে জলাতঙ্ক মুক্ত করতে কুকুরদের পাশাপাশি প্রতিটি বোরোর স্বাস্থ্যকেন্দ্র থেকে সাধারন মানুষকে এন্টি রেবিস টিকা দেওয়া হচ্ছে। অতীন বাবু বলেন,নির্বিজকরন কর্মসূচী অব্যাহত রাখতে রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দফতর আরো আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। আগামী মার্চ মাস থেকে দ্বিতীয় দফার নির্বিজকরণ কর্মসূচি পুরসভা শুরু করবে। কুকুর নিয়ে শহরবাসীর আগামী দিনে কোনো সমস্যা থাকবে না বলে অতীনবাবু দাবি করেন।

Advertisement

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen − 5 =