কলকাতা 

বামেদের ডাকা ধর্মঘটের প্রথম দিনে নবান্ন সহ রাজ্যের সরকারি অফিসে হাজিরা ছিল ৯৫ %

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ থেকে শুরু হওয়া বিভিন্ন বাম শ্রমিক সংগঠনের ডাকা দেশজুড়ে ধর্মঘটের প্রথম দিন এই রাজ্যে সচিবালয় নবান্ন সহ অন্যান্য রাজ্য সরকারি অফিসগুলিতে গড়ে ৯৪ থেকে ৯৫ শতাংশ কর্মী উপস্থিত ছিলেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সব অফিসে স্বাভাবিক কাজকর্ম হয়েছে।

এদিকে ধর্মঘটে সরকারি ও আধা সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি করে করার পরে কর্মীদের উপস্থিতির হার নজরে রাখতে রাজ্য সরকার লিখিত ফরমান জারি করেছে। অর্থ দপ্তরের উপসচিব এস বিশ্বাসের স্বাক্ষরিত একটি ফরম্যাট সব দপ্তরে পাঠিয়ে ধর্মঘটের দু’দিন এ, বি, সি, ও ডি গ্রুপের কর্মীরা কতজন অফিসে উপস্থিত ছিলেন লিখিতভাবে তার বিশদ হিসাব জানতে চাওয়া হয়েছে। এই গোটা বিষয়টি অর্থ দপ্তরের ওয়েবসাইটে আপলোড করে তা প্রকাশ করার কথাও বলা হয়েছে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 4 =