কলকাতা 

কলকাতা পুলিশ এখন শাসক দলের ক্রীতদাসে পরিনত হয়েছে , আইন মেনে চলার চেয়ে শাসককে সন্তুষ্ট করতে বেশি ব্যস্ত অভিযোগ কংগ্রেস নেতা সরদার আমজাদ আলীর

শেয়ার করুন
  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আলিপুর আদালতে গ্রেফতার হওয়া বনধ সমর্থকদের কোমরে দড়ি বেধে পেশ করার ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা –প্রাক্তন সাংসদ ও বিশিষ্ট আইনজীবী সরদার আমজাদ আলী । তিনি বলেছেন , কোনো অভিযুক্তকে কোমরে দড়ি বেধে নিয়ে যাওয়া বেআইনি । কলকাতা পুলিশ আজ যা করেছে তা সম্পূর্ণ বেআইনী এবং শাসক দলের প্রতি ক্রীতদাস সুলভ মানসিকতার বহিঃপ্রকাশ মাত্র। তিনি আরও বলেন , রাজ্যের পুলিশ প্রশাসন এখন সম্পূর্ণ শাসকদলের কেনা গেলামে পরিনত হয়েছে । আন্দোলন করা ধর্মঘট করা সাংবিধানিক অধিকার । সেটাকে শাসক দল বিরোধিতা করতে পারে ঠিকই তা বলে কাউকে কোমরে দড়ি বেধে নিয়ে যেতে পারে না ।

তিনি আরও বলেন , কলকাতা পুলিশ এখন শাসক দলের ক্রীতদাসে পরিনত হয়েছে । তাদের কাছে আইন-আদালত আর বড় নয় , বড় শাসক দলের স্বার্থে কাজ করা। সে কাজটিই করেছে আজ পুলিশ।

Advertisement

শেয়ার করুন
  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen + nine =