কলকাতা 

ধর্মঘটের সমর্থকদের কোমরে দড়ি বেধে আদালতে পেশ , বিক্ষোভে উত্তাল আলিপুর চত্বর , নিন্দায় সরব রাজনৈতিক মহল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ কলকাতার একাধিক জায়গা থেকে  বনধ সমর্থকদের গ্রেফতার করা হয় ।গ্রেফতার হওয়া বাম কর্মীদের কোমরে দড়ি বেধে আদালতে পেশ করা নিয়ে উত্তেজনা দেখা যায়  আলিপুর আদালত চত্বরে।  পুলিশকর্মীদের সঙ্গে সেখানকার আইনজীবী ও বামকর্মীদের বচসা হয়। পরে পুলিশ গ্রেফতার হওয়া ধর্মঘটীদের কোমর থেকে দড়ি খুলে দিতে বাধ্য হয়।

সূত্রের খবর অনুযায়ী, গরফা-যাদবপুর এলাকা থেকে পুলিশ এদিন বেশ কয়েকজনকে গ্রেফতার করে। জামিন অযোগ্য ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা করে আলিপুর আদালতে হাজির করানো হয়। দুপুর দুটো নাগাদ প্রিজন ভ্যান থেকে নামানোর সময় দেখা যায় ধৃত রাজনৈতিককর্মীদের কোমরে দড়ি।

Advertisement

রাজনৈতিককর্মীদেরকে কোমরে দড়ি বেধে আনায় বামকর্মীদের সঙ্গে আইনজীবীরা  প্রতিবাদ করেন। ধৃতদের জন্য জমা হওয়া বাম কর্মীরাও প্রতিবাদ করেন। একটা সময়ে বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। আদালতের নির্দেশকে উপেক্ষা করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করা হয়। পরে কলকাতার পুলিশের তরফ থেকে ধৃতদের কোমরের দড়ি খুলে দেওয়া হয়।

মানবাধিকার সংগঠন এপিডিআর-এর তরফ থেকেও এই ঘটনার প্রতিবাদ করা হয়েছে। সংগঠনের তরফে রঞ্জিত সূর বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজনৈতিক কর্মী থেকে সমাজবিরোধী কাউকেই কোমরে দড়ি পরানো যায় না।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

six + ten =