শীর্ষ আদালতে ধাক্কা খেল আরজি করের নির্যাতিতার পরিবার!
বিশেষ প্রতিনিধি : আরজিকরের নির্যাতিতার পরিবারের নতুন আবেদনের দ্রুত শুনানির যে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর জানিয়েছেন এই মামলার পরবর্তী শুনানি হবে ১৭ই মার্চ।
আর জি কর ধর্ষণ-খুন মামলায় নিম্ন আদালত শুধুমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পরই সিবিআই তদন্ত নিয়ে উষ্মাপ্রকাশ করেছিলেন অভয়ার বাবা-মা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই সংক্রান্ত আবেদন করেন তারা। সেখানে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, যেহেতু ইতিমধ্যেই এই মামলায় একটি রায় হয়েছে, তাই নির্যাতিতার পরিবারকে নতুন করে আবেদন করতে হবে। শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, “আপনাদের আবেদনে এমন কিছু বিষয় রয়েছে যা বিতর্কিত। আদালতে আজ যা-ই বলা হোক, সেটার সুদূরপ্রসারী প্রভাব পড়বে।”
নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী বলেন, “আমরা সেটা জানি। কিন্তু সময়ের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। রায় ঘোষণার আগেই এই আবেদন করা হয়েছিল।”
আজ অর্থাৎ শুক্রবার নতুন করে করা সেই আবেদনের দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন অভয়ার বাবা-মা। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। প্রধান বিচারপতি খান্না জানিয়েছেন, নতুন আবেদনের দ্রুত শুনানি হবে না। ১৭ মার্চ অর্থাৎ পূর্ব নির্ধারিত দিনে, মূল মামলার সঙ্গেই হবে এর শুনানি।