অন্যান্য 

মাধ্যমিক 2025 : ইতিহাস প্রস্তুতি/ অর্পণ বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

 মাধ্যমিক 2025: ইতিহাস প্রস্তুতি

অর্পণ বন্দ্যোপাধ্যায়

সহ -শিক্ষক, ইতিহাস ( ভারপ্রাপ্ত অধ্যক্ষ )

ব্রিলিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুল

Advertisement

মধুবনী, বিহার

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

দেখতে দেখতে চলে এলো এ বছরের, মাধ্যমিক পরীক্ষা। জীবন যুদ্ধে তোমরা প্রতিনিয়ত এক একটা পরীক্ষার সম্মুখীন হও, মাধ্যমিক পরীক্ষা তোমাদের অধ্যায়ন জীবনের প্রথম বড় পরীক্ষা, সুপ্রিয় ছাত্রছাত্রীরা মনে রাখবে যে পরীক্ষা মানে শুধুই কিন্তু প্রচুর বই, নোটস পড়ে তা উত্তরপত্রে লেখা নয়, পরীক্ষা মানে হল ধৈর্য ধরে, নিজের সেরাটা একটি নির্ধারিত সময় উত্তরপত্রের মাধ্যমে পরীক্ষকের কাছে তুলে ধরা, বিগত এক বছর ধরে তোমরা অনেক পরিশ্রম করেছ, সাহায্য পেয়েছ বিদ্যালয়ের এবং শিক্ষক-শিক্ষিকাদের ইতিহাস বিষয়ের ক্ষেত্রে আমি শিক্ষক হিসেবে যে কথাগুলি তোমাদের বলবো।

তা হল প্রাচীন মিথকে অতিক্রম করে ইতিহাসের উত্তর পত্রে প্রচুর লেখার চল এখন প্রায় নেই বললেই চলে, তাই শেষ মুহূর্তে খুঁটিয়ে টেক্সটবুক পড়া, অবজেক্টিভের নোটসগুলো ভালো করে ঝালিয়ে নেওয়া এবং বড় প্রশ্নগুলো নির্ভুল বানান সহ লেখা অভ্যাস করো, নির্ভুল বানান এই কারণেই বললাম কারণ মনে রাখবে ইতিহাস একটি সাহিত্য নির্ভর বিষয় তাই সাল – তারিখের পাশাপাশি, কিভাবে তুমি উত্তর পরিবেশনা করছো পরীক্ষক সেটিও লক্ষ্য করেন। শেষ মুহূর্তে রাত জেগে পড়া ছাত্র-ছাত্রীদের একটি খুব খারাপ অভ্যাস, যে সমস্ত ছাত্র-ছাত্রীদের এই অভ্যাস বিদ্যমান আমি তাদেরকে বলব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, সকালে তাড়াতাড়ি উঠে পড়ার অভ্যাস করো অন্তত শেষের কটা দিন relaxation বা refreshment র জন্য আমি বলব মোবাইলের পরিবর্তে ভালো গান শোনা, বই পড়া পরিবারের সঙ্গে সময় কাটানো অনেক শ্রেয়।

আমি বিশ্বাস রাখি বর্তমান কালের ছাত্রছাত্রীরা অনেক বেশি career conscious তারা কিভাবে পরীক্ষায় ভালো নম্বর তুলতে হয় সেটা তারা জানে, তবুও শেষের এই কটা দিন বলবো একটু ঘড়ি ধরে প্রশ্নোত্তর মুখস্থ করা, চ্যাপ্টার রিভাইস করা এবং প্রশ্নপত্র গুলো ঘড়ি ধরে যদি সলভ করো, তাহলে উপকৃত হবে বলে আমি মনে করি। একজন শিক্ষক ও তোমাদের পরম আপনজন হিসেবে আমার আশীর্বাদ রইল তোমাদের সাথে। প্রার্থনা করি তোমরা যেন সফলতার সর্বোচ্চ শিখর স্পর্শ কর, আগামী দিনের পরীক্ষা ও এক নতুন জীবনের জন্য রইল অনেক ভালোবাসা।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ