জেলা 

সরস্বতী পূজা উপলক্ষে মামুদপুরে বস্ত্র বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

শেয়ার করুন

শেখ সিরাজ , হুগলি:- হুগলির ধনিয়াখালি ব্লকের মামুদপুর বসন্ত পঞ্চমীকে কেন্দ্র করেই মামুদপুর বয়েজ অ্যাসোসিয়েশন প্রতিবছরের ন্যায় এ বছর ১৫ তম বর্ষে পদার্পণ করল । এই উপলক্ষে ৩ রা ফেব্রুয়ারি সোমবার বিশিষ্ট সমাজসেবক শুভাশিস মুখার্জীর তত্ত্বাবধানে সরস্বতী পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয় মামুদপুর রাস তলার সম্মুখস্থ প্রাঙ্গনে I জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দিন ৫৬ জন দুস্থ অসহায় ব্যক্তিকে বস্ত্র দান করা হয়। অনুষ্ঠানের সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনিয়াখালি লায়ন্স ক্লাবের প্রবীন সদস্য ও বিশিষ্ট সমাজসেবী শান্তিময় দে, নবকুমার কোলে, ধনিয়াখালি লায়ন্স ক্লাবের সভাপতি শুভাশিষ মুখার্জি ,অজিত কুমার নন্দী, ধনঞ্জয় দে, বিমল কুমার দে প্রমুখ I

এই অনুষ্ঠানে শান্তিময় দে মানবসেবা ও মানব ধর্ম সম্পর্কে ও মামুদপুর বয়েজ অ্যাসোসিয়েশনের সদস্যেদের উৎসাহিত করে মূল্যবান বক্তব্য রাখেন।এই উপলক্ষে গত ২রা ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় মা সরস্বতীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক অসীমা পাত্র, সাংবাদিক ও কবি শেখ সিরাজ সহ আরও অনেকে I মামুদপুর বয়েজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাসতলার সম্মুখস্থ মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় । এই অনুষ্ঠানে দীর্ঘক্ষণ অসাধারন আধুনিক গান পরিবেশন করে সকলের মনোরঞ্জন করেন উদীয়মানা সুকণ্ঠী শিল্পী ইসমাতারা খাতুন I এছাড়াও সুন্দর সংগীত পরিবেশন করেন মঙ্গল কোড়া, বাবুল পাত্র প্রমুখ । মামুদপুর বয়েজ অ্যাসোসিয়েশনের কুশল দত্ত ,ধনঞ্জয় সেন, রূপম দাসের সুন্দর পরিচালনায় এই মনোজ্ঞ অনুষ্ঠানটি এলাকার মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ