হোমিওপ্যাথিক রিসার্চ কাউন্সিল পেনসনার্শ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সভা
সংবাদদাতা,কোট্টায়াম: গত ৩১ মার্চ ২০২৫ ভারত সরকারের আয়ূষ মন্ত্রনালয়ের অধীন সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথির (CCRH) অবসরপ্রাপ্ত কর্মাচারীদের কোট্টায়াম ন্যাশনাল হোমিওপ্যাথি রিসার্চ ইনস্টিটিউট এ্যান্ড মেন্টাল হসপিটালের অডিটোরিয়ামে (NHRIMH) আয়োজিত সাধারণ সভায় আনুষ্ঠানিক ভাবে গঠিত হয় ‘’হোমিওপ্যাথিক রিসার্চ কাউন্সিল ওয়েলফেয়ার এসোসিয়েশন (HRCPWA)”। কেরালা তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কলকাতা, রাঁচি, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মহারাষ্ট্র, দিল্লি থেকে আগত পেনশনার প্রতিনিধিরা এদিন সভায় অংশ গ্রহণ করেন। কলকাতা থেকে অংশ গ্রহণ করেন পেনশনার সেখ আব্দুল মান্নান এবং রঞ্জিৎ কুমার ব্যানার্জী। এদিন ডা. ই.সি. থমাসের সভাপতিত্বে এবং মুখ্য পৃষ্ঠপোষক এম.এস.পি পানিকরের উপস্থিতিতে সভায় সর্বসম্মতিক্রমে আগামী দু বছরের জন্য একটি পরিচালন সমিতি গঠন করা হয়।
যার সভাপতি নির্বাচিত হন ডা. ই.সি, থমাস, সহভপতি হন ক্রমে শ্রী কে.এস.পিল্লাই, ডা. আর.পি যাদব, শ্রী রঞ্জিত কুমার ব্যানার্জী । সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডা. পি.এস.শিবদাস এবং সহ সম্পাদক নির্বাচিত হন ক্রমে সেখ আব্দুল মান্নান, ডি.বিমলা দেবী ও সি.রাজেন্দ্র কুমার। কোষাধ্যক্ষ, হিসাবরক্ষক নির্বাচিত হন পি.ভি.রেজিমন ও পি.ইউ.সাবু। এছাড়া ১৮ জন সদস্যের একটি কার্যকরী সমিতিও গঠন করা হয়।