নদীয়ার চাপড়ায় বেলতলা হাই মাদ্রাসার (উঃ মা )শতবর্ষ উদযাপন
নদীয়ার চাপড়ায় বেলতলা হাই মাদ্রাসার (উঃ মা )শতবর্ষ উদযাপন হলো ৩০শে ও ৩১ শে জানুয়ারী ২০২৫ এক বর্ণাঢ্য প্রভাত ফেরী ও নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং ১ লা ফ্রেবুয়ারী ২০২৫ এক বিরাট ইসলামিক জালসার মাধ্যমে। জালসায় প্রায় ১৩ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। এই তিন দিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন উদ্বোধক হিসাবে পঃ বঃ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস,নদীয়া জেলার সভাধিপতি তারান্নুম সুলতানা মীর ,চাপড়ার বিধায়ক জনাব রুকবানুর রহমান , ডেবরার বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী আই.পি.এস
জনাব ডঃ হুমায়ন কবির,আলিয়া বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডঃ মেহেদী হাসান ,অল বেঙ্গল ইমাম মোয়াজ্জেম এসোসিয়েশনের রাজ্য সম্পাদক মোঃ নিজামুদ্দীন বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ আবুল হোসেন বিশ্বাস সহ মাদ্রাসার প্রাক্তন হেড মাস্টার ও বিশিষ্ট কবি সাহিত্যিক নূরুদ্দিন বিশ্বাস, মাদ্রাসার পরিচালন সমিতির সভাপতি হিয়াত আলি শেখ ,সদস্য আসন আলি বিশ্বাস ও আব্দুল মালেক মণ্ডল সহ মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ।