জেলা 

হাফেজের রক্ত দিয়ে শুরু হল রক্তদান

শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতাঃ শহরকেন্দ্রিক এলাকায় রক্তদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল ধীরে ধীরে এবার প্রত্যন্ত গ্রামগঞ্জেও রক্তদান শিবিরসহ একাধিক মনোজ্ঞ অনুষ্ঠান শুরু করতে পেরেছে গ্রামের মানুষেরা।

দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ সংলগ্ন নারায়নপুর অঞ্চলের শ্রীনগর গ্রাম গ্রামে সর্বপ্রথম রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।প্রথমবারের এই রক্তদান শিবিরে এগিয়ে আসেন একজন হাফেজ শাহাদাত। তিনি বলেন -‘আমার রক্ত দিয়ে আজ শুরু হবে রক্তদান’ সেইমতোই এদিন রক্তদান শুরু হল।

Advertisement

বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়নপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সরদার ।নারায়ণ পুর অঞ্চল প্রত্যন্ত গ্রাম নিয়ে গঠিত। তার মধ্যে শ্রীনগর একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামে বাম আমলে রাস্তাঘাট পানীয় জল এমনকি বিদ্যুৎ সংযোগও সেভাবেই গড়ে ওঠেনি বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমরা রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল এমনকি খেলার মাঠ নিরমানে উদ্যোগী হয়েছে। আগামী দিনে এই গ্রামের খেলাধুলার যে মাঠ সেটাও আমরা সংস্কার করবো সেই সঙ্গে আলোর ব্যবস্থা এবং মাঠের বাউন্ডারি করে দেয়ার অঙ্গীকার করেন। তিনি আরো বলেন

আমরা গ্রামের মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করতে হবে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরের বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে যারা মানুষের জন্য কাজ করে তারাই তো প্রকৃত মানুষ। আমাদের মানুষ হতে হবে। আর মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করতে হবে আমাদের।

রক্তদান একটি মহৎ দান। এই দান জীবিত অবস্থায় সে দেখে যেতে পারবে যে তার রক্তে কারো জীবন বাঁচাবে। এই সমস্ত কাজ এলাকায় আরো বেশি বেশি করে যারা করবে তাদের সঙ্গে আমি সর্বসময় সহযোগিতা করব ঘুটিয়ারি শরিফ এলাকায় যারা অসামাজিক কাজে লিপ্ত হয়েছে মানুষ তাদেরকে বর্জন করব আমরা।”

নারায়নপুর অঞ্চলের তিনবারের প্রধান সালাউদ্দিন সরকার সহ অঞ্চলের একাধিক পঞ্চায়েত সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশিষ্ট কবি ও সাহিত্যিক লিটন রাকিব বক্তব্য রাখতে গিয়ে বলেন -“এই গ্রাম আমার হৃদয়ে একটি স্থান পেয়েছে। রক্তদান শিবির উপলক্ষে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। মানুষ মানুষের জন্য হৃদয় থেকে দান করেন যারা মানুষকেই ভালোবাসেন তারা। রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোর অঙ্গীকার করেন। এই গ্রামে যাতে আরো উন্নতি হয় আমি রাজ্যের বিশিষ্টজনদের সঙ্গে গ্রাম সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব সর্বসময় মহৎ কাজে সঙ্গে আমি পাশেথাকার অঙ্গীকার করলাম।

শ্রীনগর বিদ্যুৎ সংঘের ও গ্রামবাসীদের উদ্যোগে এই রক্তদান শিবি র শেষ হওয়ার সাথে সাথে ইসলামিক গজল কেরাত অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানে রাজ্যের একাধিক জায়গা থেকে শিল্পী রাও এসেছিলেন। রাত দশটা পর্যন্ত গজল কেরাত পরিবেশন করে গ্রামের মহিলা পুরুষদের মুগ্ধ করেছে।

উপস্থিত ছিলেন ঘুটিয়ারি শরীফ পুলিশ ফাঁড়ির এ এস আই মঙ্গল মুর্মু ক্লাব সম্পাদক নুরুল মোল্লা সভাপতি সাবির হোসেন মোল্লা। মুজাহিদ মোল্লা মাওলানা মাহফুজুর রহমান রহমান মুন্না মোল্লা রবিউল সরদার আলী আকবর মোল্লা প্রমুখ। এদিনের রক্তদানে মহিলা সহ প্রায় ২০০ জন রক্ত দান করেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ