জেলা 

ডোমকলে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার আরো ১, এখনো অধরা মূল অভিযুক্ত

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদের ডোমকলে পুলিশকে হাসুয়া দিয়ে কোপানোর মূল অভিযুক্ত এখনো অধরা। তবে এর সঙ্গে যুক্ত আছেন সন্দেহে স্থানীয় পঞ্চায়েত প্রধান মিনা বিবির স্বামী হাফিজুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য এর আগে মিনা বিবিকে পুলিশ গ্রেফতার করেছিল তবেই ঘটনার সঙ্গে মূল অভিযুক্ত রানা শেখ ওরফে সোহেল রানাকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গয়না চুরির ঘটনায় রানা শেখ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছিল। রানাকে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালাতে যাচ্ছিলেন তদন্তকারীরা। অভিযোগ, সেই সময় ডোমজুড়ের বিলাসপুর ঘাটপাড়া এলাকায় অভিযুক্তের বাবা, মা-সহ এলাকার কয়েক জন পুলিশের উপর চড়াও হন। গাড়ি ভাঙচুর করে আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তাঁরা। পুলিশ সূত্রে খবর, তাঁদের বাধা দিতে গিয়ে জখম হন এসআই রানাপ্রতাপ সেনগুপ্ত। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন হাফিজুল।

Advertisement

পুলিশ এই ঘটনায় আগেই চার জনকে গ্রেফতার করে। তার পর খোঁজ শুরু হয় হাফিজুলের। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ডোমকল থানা এলাকার একটি জায়গায় তল্লাশি চালিয়ে হাফিজুলকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে রবিবার বহরমপুর আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন ডোমকল মহকুমার পুলিশ আধিকারিক রসপ্রীত। তবে তিনি এ-ও জানান, পলাতক রানা শেখের খোঁজ চলছে।

পুলিশের উপর আক্রমণ এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মীনা বিবি এবং তাঁর স্বামীর বিরুদ্ধে। ওই ঘটনার পর বুধবার রাতেই বিশাল পুলিশবাহিনী অভিযান চালায় ওই গ্রামে। চার জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হন মিনাও।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ