কবি আনিসুর রহমানের”আপন ছকে বাঁধা” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
নিজস্ব সংবাদদাতা , মালদা : মালদা ৩৬তম বইমেলার উদ্বোধনী দিনেই কবি মঞ্চে “আপন ছকে বাঁধা” কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচিত হয়!”আপন ছকে বাঁধা” কাব্যগ্রন্থে বৈচিত্র্যময় কবিতার সমাহারের মালা গ্রথিত হয়েছে। সমাজ এবং দেশ নিয়ে কবির ভাবনা চিত্রময় হয়েছে।
মুহাম্মদ আনিসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ “আপন ছকে বাঁধা” বাংলাভাষী কাব্য প্রেমীদের জন্য অনন্য সংগ্রহ হিসেবে বিবেচিত হবে বলে পাঠক মহল মনে করেন।
“আপন ছকে বাঁধা” কাব্যগ্রন্থটি আত্মপ্রকাশের পরে পরেই আজ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) মালদা জেলা ২৪ তম সম্মেলন কক্ষে পার্টির রাজ্য সম্পাদক , পলিটব্যুরো সদস্য কমরেড মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুমিত দে, রাজ্য কমিটির সদস্য শতরুপ ঘোষ, মধুজা সেন রায় ছাড়াও মুর্শিদাবাদ জেলা সম্পাদক কমরেড জামির মোল্লা ও মালদা জেলা সম্পাদক কম. অম্বর মিত্র সহ প্রায় ২০ জন জেলা ও রাজ্য নেতৃত্বের হাতে কবি আনিসুর রহমান তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘আপন ছকে বাঁধা’ তুলে দিলেন।
কমরেড অম্বর মিত্র বলেন– সোস্যাল মিডিয়াতে কমরেড আনিসুর লেখালেখি করেন জানি, আজকে উনার লেখা কাব্যগ্রন্থ হাতে পেলাম, সত্যিই খুব ভালো লাগছে। কাব্যগ্রন্থটি সম্পর্ক শিক্ষক ও বিশিষ্ট প্রাবন্ধিক মোসাররাফ হোসেন বলেন– মুহাম্মদ আনিসুর রহমান মালদা জেলার মোহাম্মদিয়া হাই মাদ্রাসার অবসরপ্রাপ্ত বাংলা বিষয়ের শিক্ষক !বয়স একটি সংখ্যা মাত্র !এই বয়সে এসেও কবিবর মুহাম্মদ আনিসুর রহমান সাহেব মনের দিক থেকে তারুণ্যের বহিঃপ্রকাশ কবিতার মাধ্যমে প্রয়োগ করেছেন !তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘আপন ছকে বাঁধা’র মোড়ক উন্মোচিত হয়েছে জেনে ভীষণ খুশি হয়েছি !কবির কলম চলুক অবিরত!