অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ় জিতে ইতিহাস সৃষ্টি করল ভারত ; ক্রিকেটারদের অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার জনরব ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ় জিতে ইতিহাস সৃষ্টি করল ভারত। ৪ টেস্টের সিরিজ় ২-১ ফলে জিতলেন বিরাট কোহলিরা। ৫২১ রান করে ম্যান অফ দা সিরিজ় হলেন চেতেশ্বর পূজারা। অধিনায়ক বিরাট কোহলি ও অন্য ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইটে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
১৯৪৭ সালে প্রথমবার অস্ট্রেলিয়া সফরে যায় ভারত। লালা অমরনাথের নেতৃত্বে ৫ টেস্টের সিরিজ় খেলে। ডন ব্র্যাডম্যানের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪টি টেস্ট হারে ভারত। একটি টেস্ট ড্র হয়। এই সফরের আগে পর্যন্ত আরও ১০ বার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ় খেলেছে ভারত। কিন্তু একবারও সিরিজ় জিততে পারেনি। ৩ বার সিরিজ় ড্র করেছে। ১৯৮০-৮১ তে সুনীল গাভাসকরের নেতৃত্বে ৩ টেস্টের সিরিজ় ১-১ করেছিল ভারত। ১৯৮৫-৮৬ তে কপিল দেবের নেতৃত্বে ৩ টেস্টের সিরিজ়ের সব ম্যাচ ড্র হয়েছিল। আর ২০০৩-০৪ তে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ভারতীয় টিম ৪ টেস্টের সিরিজ় ১-১ করে ফিরেছিল।
ভারতের এই সিরিজ়ে সবচেয়ে বেশি রান করেছেন চেতেশ্বর পূজারা। ৭ ইনিংসে ৫২১ রান করেছেন। প্রথম টেস্টে তাঁর সেঞ্চুরিই ভারতকে জয়ের রাস্তা দেখায়। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ভারতকে হারায় ১৪৬ রানে। তৃতীয় টেস্টে ফের চেতেশ্বর পূজারার সেঞ্চুরি ও বিরাট কোহলি, মায়াঙ্ক আগরওয়ালের অর্ধ শতরানের উপর ভর করে ৪৪৩ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ভারত। এরপর ভারতীয় বোলারদের দাপটে টেস্টটি ১৩৭ রানে জেতে।
চতুর্থ টেস্টে ভারত চালকের আসনে থাকলেও বৃষ্টির জন্য ম্যাচের ফয়সালা হয়নি। তবে ২-১ ফলে সিরিজ় জিতে ইতিহাস তৈরি করেন বিরাটরা।