কলকাতা 

জলবায়ু পরিবর্তনের ওপর অত্যাধুনিক গ্যালারির উন্মোচন কলকাতার সায়েন্স সিটিতে

শেয়ার করুন

নায়ীমুল হকের প্রতিবেদন : আজ শনিবার কলকাতার গর্ব সায়েন্স সিটিতে ‘প্রান্ত-সীমার পথে’ (On the edge) নাম দিয়ে জলবায়ু পরিবর্তনের ওপর একটি অত্যাধুনিক গ্যালারির সূচনা হয়। দুতলা জুড়ে প্রায় দশ হাজার বর্গফুট বিস্তৃত এই স্টেট অব আর্ট গ্যালারি উদ্বোধন করেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং সেখাওয়াত। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরিচালক ডঃ এ এ মাও, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সঞ্জয় কৌল, ন্যাশনাল কাউন্সিল অফ সাইন্স মিউজিয়াম এর মহাপরিচালক এডি চৌধুরী, সমরেন্দ্র কুমার, অনুরাগ কুমার প্রমূখ।

জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিদিন একটু একটু করে বিশ্বব্যাপী যে সংকটের দিকে আমরা এগিয়ে চলেছি তা থেকে পরিত্রাণের কী উপায়, দৈনন্দিন জীবনে আমাদের কোন পরিবর্তন আনা খুব জরুরি– এ সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এই আর্ট গ্যালারিতে। ইকোসিস্টেম যেভাবে পরিবর্তন হয়ে চলেছে তা থেকে বাঁচতে আমাদের জীবন শৈলীতে গঠনমূলক ও সুস্থিত উন্নয়নের কথা অতি দ্রুত কিভাবে আমাদের ভাবতে হবে সেই ভাবনাও দেওয়া হয়েছে অত্যাধুনিক এই গ্যালারিতে।

Advertisement

সায়েন্স সিটি কলকাতার পরিচালক অনুরাগ কুমার এদিন বলেন, এটা কেবলমাত্র একটা প্রদর্শনী নয়, বরং আসন্ন সংকট থেকে বাঁচতে আমাদের নিজেদের মধ্যে এক বড়সড় সচেতনতা অভিযান। এই অভিযানে সকলের সাড়া দিয়ে এগিয়ে আসা খুবই প্রয়োজন। সায়েন্স সিটির এই প্রদর্শনীতে সকলকে আমন্ত্রণ জানান তিনি। জলবায়ুর পরিবর্তন কেন হচ্ছে, এর প্রভাব কি, আমাদের বেশ কিছু ভুল ধারণার অপনোদনও ঘটাবে বিশেষ প্রযুক্তিতে তৈরি এই প্রদর্শনী। জলবায়ুর পরিবর্তনের ফলে সংকট এখনো অনেক দূরে এমন ভাবা খুব ভুল হবে। এই সংকট থেকে মুক্তি পাওয়ার দায় আমাদের সকলের, তাই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে বলে জানান অনুরাগ কুমার।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ