কলকাতা 

বিবেকানন্দকে শ্রদ্ধায় স্মরণ

শেয়ার করুন

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা:ঐকতান গবেষণা পত্র ও সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চের যৌথ উদ্যোগে দ্বিতীয় অনুষ্ঠান হিসেবে ১১ জানুয়ারি শুক্রবার কলিকাতা বিশ্ববিদ্যালয় জাতীয় সংহতি সংসদে আয়োজিত হল বিবেকানন্দকে শ্রদ্ধায় স্মরণ করা হল।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অমিতাভ চক্রবর্তী ও সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ ভাষা গবেষক নীতীশ বিশ্বাস ।উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন্য ড.নীতা সাহা কুঠিয়াল,সঙ্গীত তত্ত্ববিদ ও গোপাল চক্রবর্তী ।

Advertisement

বাক্শিল্পী আশিস হাজরা বিবেকানন্দের স্বদেশ মন্ত্র ও চিকাগো ভাষণটি পাঠ করেন।                                                     মূল আলোচ্য বিষয় বিবেকানন্দের সমাজতান্ত্রিক ভাবনা প্রসঙ্গে বক্তব্য রাখেন অধ্যাপক জ্যোতির্ভূষণ দত্ত, বিশিষ্ট শিক্ষাবিদ ও

মূল পেপার উপস্থাপন করেন শ্রীমান সান্নিধ্য চক্রবর্তী, প্রধান অতিথির ছিলেন অধ্যাপক উত্তমকুমার বিশ্বাস প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ।

প্রবীণ শিল্পী কজল সেন পাঠকরেন বিবেকানন্দের কবিতা সখার প্রতি-র নির্বাচিত অংশ। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন ঐকতান শিল্পী গোষ্ঠীর সদস্য নূপুর লোধ, মুনমুন মান্না, মীনা সাহা ও লতিকা মন্ডল।

সভাপতির সমাপ্তি ভাষণ সমাজ গবেষক নীতীশ বিশ্বাস: বক্তাদের সারগর্ভ আলোচনায় তুলে আনেন, ভারতের একজন সন্ন্যাসীর ভারত ও মানব প্রেমের উদ্গাতা অন্য জন বিশ্ব মানবমুক্তির শ্রেষ্ঠ বিপ্লবী ও তত্ত্ববিদ কার্ল মার্কস এর সমাজতন্ত্র নিয়ে নানা দিক থেকে আলোচিত হয়। সভাপতি তার চুম্বক আহরণ করতে গিয়ে বলেন, “ধর্মীয় অসহিষ্ণুতা র এই অন্ধকার সময়ে যত মত ততপথের যে বাণী রামকৃষ্ণ দেব প্রচার করেছিলেন তার প্রয়োগ যেমন এক মহৎ ব্রত , তেমনি ,*জীবে প্রেম করে যেই জন সেই সেবিছে ঈশ্বর* আজকের ধর্মান্ধতা র দিনে আমরা যেনো অনুসরণ করি।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সুবোধ বিশ্বাস ও দিলীপ পাল । আয়োজনে আপ্যায়নে ছিলেন, মোঃ রুয়েল, কমল ব্যানার্জি, ভাস্কর বিশ্বাস, রাজ্য সম্পাদক তপন দাস,নীলোৎপল সরকার, অনিমেশ হালদার ও অমর ভান্ডারী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ