দেশ 

সম্বলের শাহী মসজিদ সংলগ্ন জলাশয়ে পুজো করতে পারবে না হিন্দুরা, নির্দেশ সুপ্রিম কোর্টের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের সম্বলের শাহী মসজিদ সংলগ্ন জলাশয়ে হিন্দুরা কোন পুজো করতে পারবে না বলে দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। একইসঙ্গে সম্বল পুরসভার পক্ষ থেকে ওই জলাশয় এর একটা অংশকে হরি মন্দির বলে উল্লেখ করে পূজা করার জন্য যে নোটিশ জারি করেছিল তাও খারিজ করে দিল শীর্ষ আদালত।পাশাপাশি সম্ভলের মসজিদে আপাতত কোনও জরিপ করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

কিছুদিন আগেই সম্ভলের মসজিদ-সহ দেশের সব উপাসনালয়ে কোনওরকম জরিপের উপর স্থগিতাদেশ জারি করেছিল শীর্ষ আদালত। সেই মতো মসজিদের সংলগ্ন জলাশয়েও জারি হয় নিষেধাজ্ঞা। এর প্রেক্ষিতেই হিন্দুপক্ষের তরফে আবেদন জানানো হয়, ওই জলাশয়টি মসজিদের অংশ নয়। ফলে তা হিন্দুদের ব্যবহার করতে দেওয়া হোক। অন্যদিকে, আগেই সম্ভল পুরসভার তরফে ওই জলাশয়ের অংশকে হরিমন্দির বলে উল্লেখ করে পুজোর অনুমতি দেওয়া হয়। তবে শুক্রবার আদালতে মুসলিম পক্ষের তরফে গুগল ম্যাপের ছবি তুলে ধরা হয়। যেখানে দেখা যায় জলাশয়ের অর্ধেকের বেশি অংশ মসজিদ চত্বরে অবস্থিত। সেখানে নামাজের আগে মুসল্লিরা অজু করে থাকে। ওই জলাশয় টি মূলত অজু করার জন্যই ব্যবহার করা হয়।

Advertisement

সব তরফের যুক্তি শোনার পর শুক্রবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নির্দেশ দেন দুই সপ্তাহের মধ্যে জেলা প্রশাসন ওই জলাশয় নিয়ে আদালতকে রিপোর্ট পেশ করবে। ততদিন পর্যন্ত জলাশয়ে কোনও রকম জরিপের কাজ করা যাবে না। পাশাপাশি কোনও পুজো করা যাবে না। রাজ্যের তরফে অবশ্য জানানো হয় ওই জলাশয় সার্বজনীন। সার্বজনিকভাবে তা ব্যবহারের অনুমতি দেওয়া হোক। পালটা মুসলিম পক্ষ জানায়, জলাশয়টি দীর্ঘদিন বন্ধ রয়েছে। সেখান থেকে পাইপের মাধ্যমে জল নিয়ে তা ব্যবহার করেন মুসলিমরা। তীব্র বিতর্কের মাঝেই আদালতের তরফে প্রশাসনের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ