কলকাতা 

দক্ষিণ ২৪ পরগণা গেমস এন্ড স্পোর্টস অনুষ্ঠিত হবে ডায়মন্ড হারবার এসডিও মাঠে

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি :  পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু দফতরের মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের জেলাস্তরের ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২০-২১শে জানুয়ারি, ডায়মন্ড হারবারে। আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার সদর দফতর আলিপুরে সভাধিপতির কনফারেন্স হলে জেলার সমস্ত মাদ্রাসার প্রধানশিক্ষক, শারীরশিক্ষার শিক্ষক, ক্রীড়া কমিটির সদস্যদের সমবেত মিটিংয়ে এমনই সিদ্ধান্ত নেওয়া হলো। সভায় উপস্থিত ছিলেন জিলাপরিষদের ক্রীড়া কর্মাধ‍্যক্ষা হাসনা বানু, জেলার বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) সানি মিশ্র, এআই সোমদত্তা মিত্রা, এস‌আই দীপক ভঞ্জ, প্রধানশিক্ষক দেলোয়ার হোসেন, মঞ্জুর আহমেদ, রেজাউল ইসলাম, তৌহিদ আহমেদ সহ কমিটির সদস্যবৃন্দ।

রাজধানীর শহরতলী থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত জেলার ছাত্র-ছাত্রীদের ক্রীড়াঐতিহ‍্যের বিষয়ে অবগত বিদ্যালয় পরিদর্শক ক্রীড়ানুষ্ঠানের সাফল্যের বিষয়ে আশাবাদী, আগামীতে আরও সাফল্য কামনা করেন।

Advertisement

কর্মাধ‍্যক্ষা হাসনা বানু যাবতীয় সহযোগীতার বিষয়ে আশ্বস্ত করে অতীতের সাফল্য ধরে রাখতে উৎসাহ দিলেন এদিন।

উপস্থিত শিক্ষকদের কাছে গেমস এন্ড স্পোর্টসের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করলেন জাতীয় কোচ, শিক্ষক রেজাউল ইসলাম এবং বাবুলা সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু সুফিয়ান পাইক। কমিটি আলোচনা করে ক্রীড়া সম্পর্কিত একাধিক সাবকমিটি তৈরী করে।

একাধিক যোগ্য শিক্ষকদের পৃথকভাবে বিভিন্ন বিষয়ে দায়িত্ব বন্টনের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টশের এটা পনেরোতম বর্ষ। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগণা জেলা চৌদ্দবার রাজ‍্যচাম্পিয়ণের গৌরব অর্জন করেছে।

এবারও সেই সাফল্য আরও গৌরবের সঙ্গে ধরে রাখতে জেলা কমিটি বদ্ধপরিকর বলে জানালেন প্রধানশিক্ষক দেলাওয়ার হোসেন, রেজাউল ইসলাম খান, মশিউর রহমান, হাফিজুর রহমানরা, তাজাম্মুল হোসেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ