কলকাতা 

চিকিৎসকদের মনের কথা শুনবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

আগামী ২৪ ফেব্রুয়ারি আলিপুরের ধনধান্য স্টেডিয়ামে রাজ্যের চিকিৎসকদের মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সূত্রের খবর, ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেলের তরফে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘চিকিৎসার অপর নাম সেবা’ শীর্ষক এই অনুষ্ঠানে চিকিৎসকদের মনের কথা শুনবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলন থেকে একথা জানান ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেলের চেয়ারম্যান চিকিৎসক সৌরভ দত্ত। চিকিৎসক যোগীরাজ রায়কে পাশে নিয়ে তিনি বলেন, জেলার সর্বস্তরের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা এই বৈঠকে যোগ দিতে পারবেন।

Advertisement

আরজি কর পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের এই মুখোমুখি বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ