দেশ 

সিবিআইয়ের টার্গেটে এবার অখিলেশ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিরোধী দলের নেতাদের মোদী সরকার সিবিআই ইডি লাগিয়ে হেনস্তা করার চেষ্টা চলছে বলে যে অভিযোগ করা হত তা আবার প্রমাণিত । মায়াবতী-অখিলেশের জোট যখন শেষ পর্যায়ে ঠিক সেই সময় বেআইনি ভাবে বালি খাদান চালানোর মামলায় অখিলেশ সিংহ যাদব সংশ্লিষ্ট মামলায় উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হতে পারে বলে জানাল সিবিআই। উল্লেখ্য, শনিবার সকাল থেকে উত্তরপ্রদেশে বেআইনি বালি খাদান মামলায় সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির একাধিক নেতার বাড়িতে তল্লাশি শুরু করে সিবিআই।

এ দিন সিবিআইয়ের তরফে উত্তরপ্রদেশে এবং দিল্লিতে ১২টি জায়গায় তল্লাশি চালায়। এমনকী সংশ্লিষ্ট মামলায় সম্পর্ক থাকার অভিযোগের ভিত্তিতে এক সিনিয়র আইএএস-এর বাড়িতেও হানা দেয় সিবিআই। তবে অখিলেশের ক্ষেত্রে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ নিতে পারে সিবিআ্ই। তিনি খনি বিভাগের দায়িত্বে ছিলেন ২০১২-১৩ সালে।

Advertisement

সিবিআই সূত্রে দাবি করা হয়েছে, অখিলেশের সময়ে এমন কিছু খাদানে খননের অনুমতি দেওয়া হয়েছিল যখন সার্বিক ভাবে উত্তরপ্রদেশে খনন কাজের উপরেই নিষেধাজ্ঞা ছিল। শুধু মাত্র কয়েক জন অফিসার, খনি দফতরের কর্মী, ও নিচু তলার নেতার যোগসাজশেই ওই কাজ হয়েছিল বলে মনে করছে না সিবিআইয়ের তদন্তকারীরা। তাঁদের মতে, প্রশাসনের উচ্চস্তর থেকে বিষয়টি নিয়ন্ত্রণ করা হতে পারে। উল্লেখ্য, গত শুক্রবারই দিল্লিতে বিএসপি সুপ্রিমো মায়াবতীর সঙ্গে বিশেষ বৈঠকে বসেন অখিলেশ। আর তার পরই দিনই সিবিআইয়ের এই দাবি। এ ব্যাপারে অবশ্য অখিলেশ অথবা তাঁর ঘনিষ্ঠ সূত্রে কোনো মন্তব্য করা হয়নি।

তবে সিবিআইয়ের এই তৎপরতায় বিরোধীরা যে আরও সংঘবদ্ধ হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen − 10 =