স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাজ্যজুড়ে ধিক্কারের অঙ্গীকার R,Y,F এর কর্মীসভায়
হাসিবুর রহমান : দক্ষিণ 24 পরগনা জেলার বিপ্লবী যুব ফান্ডের রাজনৈতিক কর্মশালা হয়ে গেল বাসন্তী ধনঞ্জয় স্মৃতি ভবনে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর কর্মীদের সামনে জোর গলায় বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্তমানে ভারতবর্ষের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে মৌলবাদের যে বাড় বাড়োনন্ত এটা দেশকে সর্বনাশের পথে নিয়ে যাবে তিনি আরো বলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে ডঃ বি আর আম্বেদকর কে নিয়ে কুরুচিকর মন্তব্য পার্লামেন্টে দাঁড়িয়ে এই মন্তব্য মানুষের মেনে নেয়ার মতো নয় তিনি ধিক্কার জানিয়ে বলেন সমস্ত মানুষের একত্রিতভাবে গজিয়ে উঠে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কর্মীদের তিনি আর উৎসাহিত করে বলেন। জেলার প্রান্তে প্রান্তে আম্বেদকে সামনে রেখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহার বিরুদ্ধে ধিক্কার ও মৌন মিছিল করার নির্দেশও দেন।
তিনি বলেন গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ঘৃণার রাজনীতি কোনদিন আমরা মেনে নেব না। আরএসপির যুব সংগঠন সহ সমস্ত সংগঠন ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষের একত্রিত হতে হবে। দেশকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। দেশে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ক্ষুদার্থ সূচকের দেশ হিসেবে ভারত বর্ষ চিহ্নিত হচ্ছে। হিংসাবিদ্বেষ ঘৃণা ছড়িয়ে বেড়াচ্ছে এক শ্রেনীর মিডিয়া। এটা থেকে ও সচেতন হতে হবে মানুষের ।
RYF এর কর্মী সভায় উপস্থিত ছিলেন আর এস পির প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর, জেলা সম্পাদক চন্দ্রশেখর দেবনাথ,RYFএর কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাজিব ব্যানার্জি, রাজ্য সম্পাদক আদিত্য যোদ্ধার, জেলা সম্পাদক হায়দার মোল্লার , জেলাস সভাপতি সঞ্জয় অধিকারী।