ঘুটিয়ারি শরিফ গাতি জে পি মেমোরিয়াল স্কুলে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
বিশেষ প্রতিনিধি : দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ গাতি জেপি মেমোরিয়াল স্কুলের বাৎসরিক শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রতিবছরের ন্যায় এ বছর গতি জেপি মেমোরিয়াল উচ্চমাধ্যমিক হাইস্কুলের ছাত্র-ছাত্রী দের নিয়ে সকাল থেকে চলে শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা এই ক্রিয়া প্রতিযোগিতাকে ঘিরে উৎসবের আকার ধারণ করেছিল গাঁতি প্রাইমারি স্কুল মাঠে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণ সরকার বিশিষ্ট কবি ও সাহিত্যিক উপস্থিত ছিলেন ধনঞ্জয় মুখার্জি এসআই ঘুটিয়ারি শরীফ এবং উপস্থিত ছিলেন স্কুলের কর্ণধর নূর হোসেন মন্ডল। নূর হোসেন মন্ডল বলেন দেখতে দেখতে এই প্রত্যন্ত গ্রামে ১২ বছরে পা দিল গাতি জেপি মেমোরিয়াল স্কুল।
একেবারে পিছিয়ে পড়া এলাকা। শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট সমস্ত দিক থেকে একসময় পিছিয়ে ছিল। আজ আমরা এইলাকার মানুষ কে সঙ্গে নিয়ে এই স্কুল খুলে প্রায় 500 বাচ্চা পড়াশোনা করে হোস্টেলেও আছে রাজ্যের একাধিক জায়গা থেকেও ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করতে আসেন। এটা আমাদের অনেক বড় পাওনা।