আন্তর্জাতিক 

India Bangladesh Relation : শেখ হাসিনাকে এখনই ফেরত দিচ্ছে না ভারত দাবি বাংলাদেশের উপদেষ্টার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে যে বার্তা বাংলাদেশ সরকার দিয়েছিল তা এখনই কার্যকর করতে চাইছে না ভারত। রবিবার এই মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানে হাসিনা প্রসঙ্গে বলেন,‘‘একটা রাজনৈতিক সিদ্ধান্ত (ওরা) ভারত সরকার নিয়েছে। ওরা (ভারত) ওঁকে (হাসিনাকে) ফেরত দেবে না। এটা আমরা শুনতে পাচ্ছি।’’

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র নীতি সম্পর্কে আলোচনায় যোগ দিয়েছিলেন মাহফুজ। তিনি জানিয়েছেন, মিত্র রাষ্ট্রগুলির সঙ্গে ‘বাস্তবভিত্তিক’ সম্পর্ক রাখতে চায় ঢাকা। কোনও ভাবেই তারা কারও সামনে নতজানু হবে না। তবে কোনও রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ‘হঠকারিতা’ বা ‘দুঃসাহস’-এর জায়গাও থাকবে না বলে জানিয়েছেন তিনি।

Advertisement

হাসিনাকে ফেরত চেয়ে ইতিমধ্যে নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠি (নোট ভার্বাল) পাঠিয়েছে বাংলাদেশ। তার প্রাপ্তিস্বীকার করেছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। কিন্তু তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। সূত্রের খবর, ওই চিঠির ‘আইনি বৈধতা’ কতটা, খতিয়ে দেখবে নয়াদিল্লি। কোনও অন্তর্বর্তী সরকার অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোনও রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে, তার সমস্ত আইনি দিকগুলি খতিয়ে দেখা প্রয়োজন বলেই বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। ফলে এখনই বাংলাদেশের চিঠির জবাব দেওয়া হচ্ছে না। তা দেওয়া হবে ‘যথাসময়ে’। সব দিক খতিয়ে দেখে জবাব দিতে কয়েক মাস লেগে যেতে পারে বলেও খবর। এ বিষয়ে আপাতত কোনও তাড়াহুড়ো করছে না ভারত সরকার।

উল্লেখ্য, গত ৫ অগস্ট বাংলাদেশে গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন হাসিনা। বোন রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকা ছাড়েন তিনি। চলে আসেন ভারতে। সেই থেকে ভারতেই রয়েছেন হাসিনা। তবে তাঁর অবস্থান গোপন রাখা হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ