জেলা 

তরঙ্গ ওয়েল ফেয়ার ট্রাস্টের বর্ষপূর্তি উদযাপন সাগরদিঘীতে 

শেয়ার করুন

রহমতুল্লাহ, সাগরদিঘী: নানা সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন হলো তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের ৩য় বর্ষপূর্তি। দুঃস্থ -অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এবং বিধবা মহিলাদের উপার্জনমুখী করার জন্য রবিবার সাগরদিঘীর কাবিলপুর উচ্চ বিদ্যালয়ে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে একাধিক সামাজিক মূলক কর্মসূচি হাতে নেয় সাগরদিঘীর স্বেচ্ছাসেবী সংগঠন তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট। এদিন রক্তদান শিবির, বিধবা মহিলাদের সেলাই মেশিন বিতরণ, শীত বস্ত্র বিতরন, চক্ষু পরীক্ষা শিবির, অ্যাম্বুলেন্স পরিষেবা চারাগাছ বিতরনের মতো একগুচ্ছ কর্মসূচি করে।

ট্রাস্টের সভাপতি ইফতিকার আলম জানান আমরা সবসময় মানুষের পাশে থাকি আগামীতেও এভাবেই থাকবো।

Advertisement

এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট প্রাবন্ধিক মজিবুর রহমানের সভাপতিত্বে এবং মোঃ ইমরান হোসেনের উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে শুরু হয় দিনের বর্ষপূর্ত উদযাপন। এদিন প্রায় ৫০ টি স্বেচ্ছাসেবী সংগঠন ও ১২ জন সাংবাদিককে সম্মাননা জ্ঞাপন করা হয়।

উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী আমিনুল ইসলাম, সি.ডি. পি.ও. সৌরভ কুমার, কাবিলপুর পঞ্চায়েত প্রধান রোজিনা বেগম, স্বদেশ দাস, মঙ্গলচন্দ্র দাস, আব্দুর রউফ, প্ৰমুখ। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন মুর্শিদ সারওয়ার জাহান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ