জেলা 

৪০তম নদিয়া বইমেলা স্মরণিকা প্রকাশ

শেয়ার করুন

দীপাঞ্জন দে: ফি-বছর নদিয়া জেলা বইমেলাকে কেন্দ্র করে একটি স্মরণিকা প্রকাশিত হয়। বহু পাঠক বইমেলা স্মরণিকা সংগ্রহ করে সেখানে মুদ্রিত লেখাগুলি পাঠের জন্য মুখিয়ে থাকেন। ৪০তম নদিয়া বইমেলা স্মরণিকার ক্ষেত্রেও একই আভাস মিলেছে। স্মরণিকার প্রস্তুতি-পর্যায় থেকেই একাধিক পাঠক স্মরণিকা উপসমিতির সদস্যদের কাছে নিজেদের আগ্রহের কথা নির্দ্বিধায় জানিয়ে রেখেছেন। ‘নদিয়া বইমেলা স্মরণিকা’ সংগ্রহের জন্য এই আগ্রহ যেন ক্রমবর্ধমান। একশো আটষট্টি বৎসরোত্তীর্ণ গ্রন্থাগার কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত ৪০তম নদিয়া বইমেলা ১৮ থেকে ২৪ ডিসেম্বর, ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বিগত বছরের ন্যায় এবছরও বইমেলার শেষ দিন অর্থাৎ ২৪ ডিসেম্বর, ২০২৪ কাজী নজরুল ইসলাম নামাঙ্কিত বইমেলার মূলমঞ্চ থেকে ‘৪০তম নদিয়া বইমেলা স্মরণিকা’ প্রকাশ পায়। ২৪ ডিসেম্বর বিকেলে স্মরণিকা প্রকাশের সময় বইমেলা কমিটির সদস্যবৃন্দ এবং বিশিষ্ট অতিথিরা মঞ্চে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জেলা গ্রন্থাগার আধিকারিক (নদিয়া) ড. প্রবোধ মাহাত এবং স্থানীয় গ্রন্থাগার কৃত্যকের সদস্যবৃন্দ। পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিভাগের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত দিয়ে ৪০তম নদিয়া বইমেলা স্মরণিকাটি প্রকাশ পায়।

তাঁর সঙ্গে এদিন মঞ্চে উপস্থিত ছিলেন ৪০তম নদিয়া বইমেলা সমন্বয় উপসমিতির সভাপতি শিবনাথ চৌধুরী, কার্যকরী সভাপতি সুব্রত ঘোষ, নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ, করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহরায়, বিশিষ্ট কবি রামকৃষ্ণ দে প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পত্রিকা প্রকাশ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ঘূর্ণি হাই স্কুলের প্রধান শিক্ষক রাজেন্দ্রপ্রসাদ বিশ্বাস। এদিন স্মরণিকা প্রকাশের সময় স্মরণিকা-উপসমিতির পক্ষ থেকে সম্পাদক এবং উপসমিতির সদস্যবৃন্দরা মঞ্চে উপস্থিত ছিলেন। একাধিক লেখকের গুরুত্বপূর্ণ লেখার পাশাপাশি এই স্মরণিকায় নদিয়া বইমেলা সম্পর্কিত আরো কিছু প্রয়োজনীয় তথ্য, যেমন প্রথম বর্ষ থেকে চল্লিশতম বর্ষ পর্যন্ত জেলা বইমেলার স্থান তারিখ ও উদ্বোধকের নাম এতে সারণিবদ্ধ করা হয়েছে। আর ৪০তম নদিয়া বইমেলায় আগত ৮৫টি প্রকাশনা সংস্থার তালিকাও (স্টল নম্বর-সহ) স্মরণিকায় মুদ্রিত হয়েছে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ