প্রাথমিক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে সিবিআই
বিশেষ প্রতিনিধি : প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে সিবিআই। জানা গেছে আজ শুক্রবার পার্থ এবং এই মামলায় আরেক অভিযুক্ত অয়নশীলের বিরুদ্ধে ব্যাংক্সেল কোর্টে চার্জশিট জমা দেবে সিবিআই।
অন্য দিকে, প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত ইডির মামলায় পার্থ-সহ মোট ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া চলছে বিচার ভবনে। বৃহস্পতির পরে শুক্রবারও চার্জ গঠনের শুনানি রয়েছে আদালতে। আদালতগুলিতে এখন শীতের ছুটি চললেও পার্থদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য বৃহস্পতিবার কলকাতার বিচার ভবনে বসেছিল বিশেষ আদালত।
ইতিমধ্যেই পার্থ ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। বিধি মোতাবেক, যাঁরা মামলা থেকে অব্যাহতি দেওয়ার আর্জি আগে জানাবেন, তাঁদের চার্জ গঠনের শুনানি আগে হবে। এখনও পর্যন্ত মোট ১১ জন ইডির এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেছেন।
বৃহস্পতিবার চার্জ গঠনের শুনানিতে আদালতে ইডি দাবি করে যে, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র সঙ্গে পার্থ, মানিক ভট্টাচার্য, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের যোগ স্পষ্ট। ‘কাকু’ এবং পার্থের মধ্যে লেনদেনের প্রমাণ মিলেছে বলেও জানায় ইডি।