দেশ 

নতুন বছরে ওড়িশাবাসীদের উপহার দিলেন মোদী, ৪৫০০কোটি টাকার কেন্দ্রীয় প্রকল্প ঘোষণা

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন লোকসভা নির্বাচনে পুরী থেকে ভোটে দাঁড়াতে পারেন এখবর বিভিন্ন সংবাদ-মাধ্যমে প্রচার চলছে । আর এই রাজনৈতিক জল্পনাকে ফের একবার উস্কে দিল মোদীর প্রোজেক্ট লঞ্চ ৷ শনিবার ওডিশাতে প্রায় ৪,৫০০কোটির কেন্দ্রীয় সরকারি প্রোজেক্ট লঞ্চ করলেন প্রধানমন্ত্রী ৷ লোকসভার নির্বাচনের পাশাপাশি ওড়িশা বিধানসভা নির্বাচনও একইসঙ্গে হতে চলেছে ।

মোদী দুসপ্তাহের মধ্যে ওডিশাতে দুবার এলেন । আর এসেই একেরা পর এক বড় বড় প্রজেক্ট ঘোষণা করছে । গত ২৪ ডিসেম্বর ওডিশা সফরে এসে এক জনসভায় এই প্রোজেক্ট লঞ্চের কথা ঘোষণা করেছিলেন৷ ওডিশাবাসীকে ২০১৯-এ নতুন উপহার তুলে দেবেন বলে জানিয়ে ছিলেন ।

Advertisement

প্রসঙ্গত, সংবাদমাধ্যমে বিজেপি বিধায়ক প্রদীপ পুরোহিত বলেছিলেন, ওডিশার পুরী থেকেই ভোটে লড়বেন নরেন্দ্র মোদী। অন্তত ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ওডিশার পার্টি কর্মীরাও চান যে তিনি এখান থেকে প্রার্থী হোন। দলের শীর্ষ নেতৃত্ব ও নরেন্দ্র মোদী সম্ভবত পুরী থেকেই প্রার্থী হতে আগ্রহী বলে দাবি করেছেন প্রদীপ পুরোহিত।

 

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five + ten =