আদালতের চাপে পার্থসহ ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করলো ইডি! অর্পিতার বাড়ি থেকে উদ্ধার একান্ন কোটির মালিক কে ? আদালতে কী জানালো ইডি!
বিশেষ প্রতিনিধি : আদালতের চাপে শেষ পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া শুরু করল ইডি। এই চার্জ গঠন প্রক্রিয়ার তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পার্থ চট্টোপাধ্যায় কে নিয়োগ দুর্নীতির মূলমাথা বলে চিহ্নিত করেছে।
আদালত সূত্রের খবর, নিয়োগ মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মূল মাস্টার মাইন্ড হিসেবে দাবি করে এদিন আদালতে একাধিক তথ্য দিয়েছে ইডি।
ইডির তরফে আদালতকে জানানো হয়, অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া নগদ ৫১ কোটি টাকা এবং প্রচুর সোনা, বিদেশি মুদ্রার মালিক পার্থ চট্টোপাধ্যায়ই। জেরায় তদন্তকারীদের নাকি এমনটাই জানিয়েছেন অর্পিতা।
পার্থ-সহ নিয়োগ মামলায় ৫৪ জনের নাম রয়েছে। অনেকে জামিনে মুক্ত। আদালতের নির্দেশে এদিন সকলেই আদালতে হাজির হয়েছেন। এরপরই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়। শুরুতে অভিযুক্তদের প্রত্যেকের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে তা ইডিকে পড়ে শোনাতে বলেন বিচারক। সেখানেই ইডির তরফে জানানো হয়, অভিযুক্তদের তালিকায় প্রথম নামটি রয়েছে পার্থ চট্টোপাধ্যায়। দু’নম্বরে রয়েছে পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের।
ইডির তরফে আদালতে দাবি করা হয়, নিয়োগ দুর্নীতির মূল মাস্টার মাইন্ড পার্থ চট্টোপাধ্যায়ই। পার্থৎ নির্দেশেই নাকি নিজের দুটি ফ্ল্যাটে অর্পিতা ওই বিপুল পরিমাণ টাকা রেখেছিলেন। এমনকী বেনিয়ম ঢাকতে পার্থ একাধিক ভুয়ো সংস্থাও খুলেছিলেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি। আদালত সূত্রের খবর, চার্জ গঠন প্রক্রিয়া শেষ হলে শুরু হবে বিচার প্রক্রিয়া।