নন্দীগ্রামে নিজের চায়ের দোকান থেকে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ! চাঞ্চল্য এলাকায়
বাংলার জনরব ডেস্ক: নিজের চায়ের দোকান থেকে উদ্ধার হল তৃণমূল কর্মীর দেহ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রামের সাথেঙ্গা বাড়ি এলাকায়। মৃতের নাম মহাদেব বিষয়ী।তিনি নন্দীগ্রামের গোকুলনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে নিজের দোকানের ভিতর থেকে ওই ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতরও শুরু হয়েছে। মহাদেব বৃন্দাবনচক দক্ষিণ ২৫৩ নম্বর বুথের তৃণমূল কর্মী। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিজেপি যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাতেঙ্গাবাড়ি বাজারে দীর্ঘ দিন ধরে মহাদেবের একটি ছোট অস্থায়ী চায়ের দোকান রয়েছে। বৃহস্পতিবার সকালে সেই দোকানের ভিতরেই তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। স্থানীয়দের একাংশের দাবি, মহাদেবকে পিটিয়ে খুন করে দোকানের ভিতর ফেলে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনার খবর পেয়েই নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
উল্লেখ্য মহাদেব নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৃন্দাবন চকের বাসিন্দা। তিনি এই এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে বিজেপির পক্ষ থেকে তাকে বিজেপি দলে যোগ দেওয়ার জন্য বলা হচ্ছিল বলে অভিযোগ কিন্তু তিনি বিজেপিতে যোগ না দেওয়ার কারণে 15 দিন আগেও তাকে মারধর করা হয়েছিল। তৃণমূল নেতৃত্বের অভিযোগ এটা বিজেপির কাজ আর এই অভিযোগ স্বাভাবিকভাবেই বিজেপি অস্বীকার করেছে।