আন্তর্জাতিক 

Donald Trump: ভারতকে কড়া বার্তা ডোনাল্ড ট্রাম্পের! কেন হুঁশিয়ারি?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মার্কিন পণ্যের উপর কর বসানো হলে পাল্টা হিসাবে ভারতীয় পণ্যের উপর সমপরিমাণ কর বসানো হবে বলে হুঁশিয়ারি দিলেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, যদি মার্কিন সামগ্রীর ওপরে কোনও দেশ শুল্ক চাপায়, তাহলে আমেরিকাও ছেড়ে কথা বলবে না। সে দেশের পণ্যের ওপর চড়া হারে পাল্টা কর বসানো হবে। মার্কিন প্রেসিডেন্ট মনে করিয়ে দেন, প্রায় সব ক্ষেত্রেই আমাদের ওপর শুল্ক চাপিয়ে দেওয়া হচ্ছে। তবে আমরা কোনওভাবেই পাল্টা অন্য দেশের পণ্যে শুল্ক চাপাচ্ছি না।

Advertisement

ভারত এবং ব্রাজিলের কথা মনে করিয়ে ট্রাম্প বলেন, ভারত আমাদের পণ্যের উপর প্রচুর শুল্ক চাপায়। পিছিয়ে নেই ব্রাজিলও। তবে আমাদের ওপর শুল্কের বোঝা চাপালে আমরাও একই হারে তাদের উপরে শুল্ক চাপাব।

এর আগে কানাডা, মেক্সিকোর মতো প্রতিবেশী দেশের ওপরও চড়া হারে শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। এমনকী শুল্ক নিয়ে চিনকেও কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এবার রাখঢাক না রেখেই ভারতের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন হবু মার্কিন প্রেসিডেন্ট।

তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সুসম্পর্কের কথা সবার জানা। এর আগেও বারবার মোদীর প্রশংসা করে ট্রাম্প বলেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী আগে নিজের দেশের কথা ভাবেন। এবার ট্রাম্পও বন্ধুত্ব ভুলে নিজের পথে হেঁটেই ভারতকেই কড়া বার্তা দিলেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ