কলকাতা 

মহিলা সাংবাদিকের হেনস্থায় তন্ময়কে জামিন দিল কলকাতা হাইকোর্ট

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : এক মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় মঙ্গলবার তন্ময়কে জামিন দিল কলকাতা হাইকোর্ট।

জামিনের শর্ত হিসেবে আদালত জানিয়েছে, তন্ময় ভট্টাচার্যকে থানায় নিয়মিত হাজিরা দিতে হবে। সহযোগিতা করতে হবে তদন্তে এবং অভিযোগকারিণীর সঙ্গে তিনি কোনও যোগাযোগ রাখতে পারবেন না। এই শর্তেই ১০ হাজার টাকার বন্ডে এদিন সিপিএম নেতার জামিন মঞ্জুর করেছে আদালত।

Advertisement

গত ২৭ অক্টোবর ফেসবুক লাইভে এক মহিলা সাংবাদিক সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন। ফেসবুক লাইভে ওই মহিলা সাংবাদিক অভিযোগ করেন, ‘চার বছর সাংবাদিকতা করছি কিন্তু এত খারাপ অভিজ্ঞতা আমার কখনও হয়নি। আসলে পোটেনশিয়াল রেপিস্ট এরাই। এদের চিনে রাখা দরকার।’

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ