জেলা 

বালুরঘাটে নেহরু যুব উৎসবে নর্থ ইস্টার্ন ইংলিশ একাডেমির দারুন সাফল্য

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : শহরের পাশাপাশি আজ বিভিন্ন প্রতিযোগিতায় প্রান্তিক জেলার গ্রামের বিদ্যালয়গুলিও যথেষ্ট এগিয়ে আসছে। বাংলা মাধ্যমের পাশাপাশি বাঙালিরা ইংরেজি মাধ্যম স্কুলেও বিভিন্ন বিভাগে নিজেদের সাফল্য তুলে ধরতে সক্ষম হচ্ছে।

সম্প্রতি বালুরঘাটে নেহরু যুব উৎসবে তারই প্রমাণ পাওয়া গেল। দক্ষিণ দিনাজপুরের প্রখ্যাত ইংরেজি মাধ্যম স্কুল নর্থ ইংলিশ একাডেমির ছাত্র-ছাত্রীরা দেখাল পড়াশোনার পাশাপাশি সামাজিক নানান কর্মকাণ্ডে তাদের বিশেষ দক্ষতা। বড়দের পাশাপাশি তারাও চিন্তা-ভাবনা করছে বন্যা নিয়ন্ত্রণ নিয়ে, জলের অপচয় রোধ করা যাবে কীভাবে তা নিয়ে। কেবলমাত্র সমস্যাই নয়, সেই সমস্যা সমাধানের বিভিন্ন রাস্তাও তারা বাতলে দিচ্ছে। সাংসারিক জীবনে আমরা প্রায় ২৩ শতাংশ জল বিভিন্নভাবে অপচয় করে থাকি। এগুলি একটু বুদ্ধিমত্তার সঙ্গে নিয়ন্ত্রণ করতে পারলে পৃথিবীর ভবিষ্যৎ নানান সংকট থেকে মুক্তি পেতে পারে বলে জানাচ্ছে তারা। শুধু তাই নয়, নিজেদের নিরাপত্তার ব্যাপারেও তারা ভাবছে। কীভাবে সমাজের নানান দুষ্ট চক্র থেকে নিজেকে নিরাপদ রাখা যায় সে ব্যাপারেও ছাত্রছাত্রীরা তাদের কলা-কৌশল প্রদর্শন করে।

Advertisement

ছাত্র-ছাত্রীদের এসব কর্মকাণ্ডে বিস্মিত বড়োরা, এই প্রজন্মের প্রশংসায় পঞ্চমুখ তাঁরা। বলছেন এত চিন্তাভাবনা ছিল ওদের মাথায়!

সমাজের প্রতি আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের দায়িত্ববোধের এই স্পৃহা একটি অত্যন্ত সদর্থক বিষয় বলে জানিয়েছেন নর্থ ইস্টার্ন ইংলিশ একাডেমীর সম্পাদক রসনাউল আলম। তিনি বলেন ছাত্র-ছাত্রীদের এভাবে এগিয়ে দেওয়ার ব্যাপারে যে সমস্ত শিক্ষকরা অগ্রণী ভূমিকা নিয়েছেন, তাঁদের জন্য আমরা গর্বিত। শিক্ষক সাগর সিংহ রায়, শায়িম মন্ডল, মিজানুর রহমান ও সুপ্রিয় দাসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য বলে তিনি জানান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ