জানুয়ারিতেই কয়েক হাজার শিক্ষককে নিয়োগ পত্র দিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ
বাংলার জনরব ডেস্ক : ২০১৯ হবু শিক্ষকদের কাছে সুখবর নিয়ে হাজির হল । খুব শীঘ্রই নিয়োগ হতে চলেছে শিক্ষক-শিক্ষিকা । উত্তর দিনাজপুরের দাড়িভিট স্কুলে শিক্ষক নিয়োগ ঘিরে অশান্তির পর শিক্ষা দপ্তর শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ দেয় । সেই স্থগিতাদেশ শুক্রবার তুলে নেওয়া হয়েছে বলে জানা গেছে । শুক্রবার বিকেলেই নির্দেশিকা জারি করে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে আগামী সপ্তাহেই এই নিয়োগপত্র দেওয়া হবে । জানা গেছে নবম-দশম ও একাদশ-দ্বাদশ মিলিয়ে ৬২৩৮ জন শিক্ষককে নিয়োগ পত্র দেওয়া হতে পারে ।
উল্লেখ্য , দাড়িভিট কান্ডের পর জানা যায় এসএসসি নিয়োগ পত্র দিয়েছে এমন বেশ কয়েকটি স্কুলে সেই পদের কোনো শূন্যপদ নেই । এই অভিযোগ আসার পরই শিক্ষাদপ্তর ডিআইদের কাছ থেকে শূন্যপদের সংশোধিত তালিকা চেয়ে পাঠায় ।
ডিআইদের পাঠানো সেই সংশোধিত তালিকা অনুযায়ী নিয়োগপত্র দেওয়ার কাজ শুরু হবে। স্কুল শিক্ষা দফতরও সবুজ সংকেত দিয়েছে শিক্ষক নিয়োগে। তবে এখনও কিছু সমস্যা আছে । স্কুল সার্ভিস কমিশন ২৯৯টি শিক্ষক পদে নিয়োগে যে সুপারিশ করেছিল, সেই স্কুলগুলিতে ওইসব শূন্যপদ না থাকায় বিকল্প স্কুল দেখা হচ্ছে । এই সমস্যা মিটে গেলেই শিক্ষকদের নিয়োগপত্র মধ্যশিক্ষা পর্ষদ । জানা গেছে ৬২৩৮টি পদের নিয়োগ হবে।