কলকাতা 

সিবিআই চার্জশিট দিতে পারল না জামিন পেলেন সন্দীপ ও অভিজিৎ, অভিজিতের জেল মুক্তি হলেও এখনই মুক্ত হচ্ছেন না সন্দীপ ! কেন?

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : সিবিআই চার্জশিট দিতে না পারায় শুক্রবার আরজি কর মামলায় জামিন পেয়ে গেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। চিকিৎসক-পড়ুয়ার খুন এবং ধর্ষণের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। ২০০০ টাকা বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন সন্দীপ এবং অভিজিৎ। জামিন পেলেও এখনই জেল থেকে বার হতে পারবেন না সন্দীপ। আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগেও তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। অভিজিতের বিরুদ্ধে অন্য কোনও মামলা নেই। তাই তিনি জেল থেকে বার হতে পারবেন। তবে যখন থানায় ডাকা হবে, তখনই যেতে হবে তাঁকে।

শুক্রবার সিবিআই আদালতে ছিল আরজি করে খুন এবং ধর্ষণের মামলার শুনানি। সেখানে সিবিআই জানায়, এই মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে চার্জশিট পেশের নির্ধারিত সময়সীমা শেষ। তারা চার্জশিটি দিচ্ছে না। তাই আদালতকে আইন মেনে সিদ্ধান্ত নিতে বলেন। এর পরেই অভিযুক্তদের আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেলরা ৯০ দিনের বেশি সময় ধরে হেফাজতে রয়েছেন। তাই তাঁদের জামিন দেওয়া হোক। সিবিআইয়ের তদন্তকারী অফিসার জানিয়েছেন, এই মামলার তদন্ত চলছে। তাই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হচ্ছে না। এর পরেই সিবিআই আদালতের বিচারক জামিন দেন সন্দীপ এবং অভিজিৎকে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ