মানবাধিকার দিবস উপলক্ষে সেমিনার ঘুটিয়ারি শরীফ রোজ হেভেন স্কুলে
হাসিবুর রহমান : ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট সোসাইটির পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারী শরীফ রোজ হেভেন স্কুল অডিটোরিয়াম হলে ২০২৪ সালে উক্ত দিবস সাড়ম্বরে পালিত হল।
সভায় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির প্রেসিডেন্ট ডক্টর অপূর্ব কুমার বিশ্বাস মহাশয়,সেক্রেটারি অ্যাডভোকেট আদম সফি খান ও কোষাধ্যক্ষ মঞ্জু লস্কর মহাশয়া ছাড়া ও জ্ঞানী গুণীদের মধ্যে উপস্থিত ছিলেন ঘটিয়া শরিফ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ওসি শ্রদ্ধেয় সুকুমার রুইদাস মহাশয়, শিশু বিকাশ বিএড কলেজের সম্পাদক ও প্রাক্তন পিপি মুন্সি আবুল কাশেম মহাশয়, এছাড়াও ডক্টর আব্দুল রশিদ মোল্লা, নুরুল হক মোল্লা ও ডক্টর আল বাসেতো লস্কর, মোহাম্মদ ফিরোজ লস্কর, সাংবাধিক হাসিবুর মহাশয় সহ প্রমূখ ব্যক্তিত্বগণ।
সভাপতির অনুমতিক্রমে সংগঠনের সম্পাদক এডভোকেট আদম সফি খান, সংগঠনের চিফ পেট্রন এ টি এম মমতাজুল করিম মহাশয়ের কথা স্মরণ করে দিয়ে ২০২৪ এর হিউম্যান রাইটস এর থিম “Our rights, our future, right now ” উপর তাঁর অগ্নিঝরা বক্তব্য সুচারু ভাবে পরিবেশন করে সকল উপস্থিত শ্রোতাদের অভিহিত করেন।
সংগঠনের কোষাধ্যক্ষ মহাশয়া সংগঠনের বিস্তারিত কার্যপ্রণালী উল্লেখ করার পাশাপাশি সংগঠনের নারী সেলের উপর গুরুত্ব আরোপ করেন। শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত ওসি সুকুমার রুইদাস সংগঠনের শিক্ষা সেলের অধিকারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত থেকেও শিক্ষার জন্য নিজেদের জীবনের থেকেও বেশি গুরুত্ব দিয়ে দেখতে চাই তিনি আরো বলেন আমার শেষ জীবনে রিটায়ারমেন্টের পারে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় জীবন কাটাবো যে সমস্ত পরিবারের বাঘে নিয়ে চলে গেছে তাদের সঙ্গে তাদের শিক্ষার আলোতে আলোকিত করার আমার মনের একান্ত ইচ্ছা বলে তিনি প্রকাশ করেন, শ্রদ্ধেয় মুন্সি সাহেব বলেন অধিকার সংবিধান ও হিউম্যান রাইটসে লিপিবদ্ধ থাকলে হবে না, অধিকার আদায় করে নিতে হবে সেইসঙ্গে হিউম্যান সংগঠকদের উচিত অত্যন্ত গ্রামগঞ্জে গিয়ে শিক্ষার আলোতে কিভাবে সন্তান-সন্তানাকিদের নিয়ে আসা যায় সেই প্রচেষ্টা করা।সকল ব্যক্তিত্বগণ সংগঠনের স্ত্রী বৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানের অন্তিম পর্বে সংগঠনের প্রেসিডেন্ট মহাশয় হিউম্যান রাইটসের সার্বিক বিষয়ে উল্লেখ করার পাশাপাশি শিক্ষার অধিকারের উপর বিশেষ গুরুত্ব দিয়ে সভা শেষ করেন।